মোহালি: এশিয়া কাপে ওপেনিং করে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করার পর থেকেই বহু বিশেষজ্ঞই বিরাট কোহলিকে (Virat Kohli) টি-টোয়েন্টি বিশ্বকাপেও ওপেনার হিসাবে খেলানের দাবি জানিয়েছেন। তবে কোহলি নয়, রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে কেএল রাহুলই (KL Rahul) ভারতীয় দলের হয়ে ওপেন করতে চলেছেন। ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে অধিনায়ক রোহিত সাফ জানিয়ে দিলেন কোহলিকে বিকল্প ওপেনার হিসাবেই ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।


রাহুলই ওপেনার


রবিবার সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, 'বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে হাতে বিকল্প থাকাটা সবসময় ভাল বিষয়। দলে সেই বৈচিত্র থাকাটা প্রয়োজন। নিঃসন্দেহে এটা (বিরাট কোহলির ওপেন করা) আমাদের জন্য একটা বিকল্প। আমরা যেহেতু বিশ্বকাপ দলে কোনও তৃতীয় ওপেনার ওপেনার রাখিনি, সেক্ষেত্রে ও প্রয়োজনে আমাদের হয়ে ওপেন করতেই পারে। ও নিজের ফ্রাঞ্চাইজির হয়ে ওপেন করে এবং দলের হয়ে বেশ ভাল পারফর্মও করেছে। নিঃসন্দেহে ও তাই বিকল্প হতেই পারে।' 


রোহিত জানান তিনি দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে এই বিষয়ে ইতিমধ্যেই কথা বলেছেন এবং বিরাট কোহলিকে বেশ কিছু ম্যাচে ওপেন করতে দেখা যেতেই পারে। তবে ওপেনার হিসাবে রোহিত এবং রাহুলকেই দেখা যাবে বলে স্পষ্ট জানিয়ে দেন রোহিত। 'আমার মনে হয় না আমরা বেশি পরীক্ষা নিরীক্ষা করব। কেএল রাহুলই নিশ্চিতভাবে আমাদের হয়ে ওপেন করবে। ভারতের হয়ে ওর পারফরম্যান্সকে কোনওদিনই বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। এক-দুই ম্যাচে খারাপ খেললেই ওর অতীতের সব রেকর্ড ভুলে যাওয়া যায় না। আমরা কেএল রাহুলের দক্ষতা সম্পর্কে জানি এবং দলের টপ অর্ডারে ওর থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।' দাবি রোহিতের।


করোনা আক্রান্ত শামি


টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল স্কোয়াডে কেন তাঁকে রাখা হল না, তা নিয়ে বিস্তর জলঘোলা চলছে। এরমধ্যেই খারাপ খবর। করোনা আক্রান্ত হয়ে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন মহম্মদ শামি। রবিবারই বিসিসিআইয়ের তরফে শামির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, এশিয়া কাপেও ভারতীয় দলের অংশ ছিলেন না বাংলার এই তারকা অভিজ্ঞ পেসার। শনিবার ভারতীয় দল মোহালিতে পৌঁছলেও সেখানে যাননি শামি। প্রায় ১ বছর পর দেশের জার্সিতে ফের মাঠে নামতেন শামি। কিন্তু আপাতত অস্ট্রেলিয়া সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি।


আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, শামির বদলে অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে সুযোগ পেলেন উমেশ