ধর্মশালা: সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছে । লখনউয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ও ধর্মশালায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে কার্যত দুরমুশ করেছে ভারত (Ind vs SL) । রবিবার ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ তাই কার্যত নিয়মরক্ষার । সেই ম্যাচেই বিশ্বরেকর্ড গড়ে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma) ।
কী সেই রেকর্ড ? মুম্বইয়ের তারকাই বিশ্বের সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটার হয়ে গেলেন। রবিবারের ম্যাচ রোহিতের কেরিয়ারে ১২৫তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ । তিনি ভেঙে দিলেন শোয়েব মালিকের (Shoaib Malik) রেকর্ড । পাকিস্তানের হয়ে ১২৪টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন সানিয়া মির্জার (Sania Mirza) স্বামী। তাঁর পিছনে রয়েছে পাকিস্তানেরই মহম্মদ হাফিজ। প্রোফেসর নামে ক্রিকেটবিশ্বে জনপ্রিয় পাক তারকা ১১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ইংল্য়ান্ডের অইন মর্গ্যান ১১৫টি ও বাংলাদেশের মাহমাদুল্লাহ ১১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
বাংলার জাডেজা? রঞ্জিতে ম্যাচ জিতিয়ে প্রিয় নায়ককে নিয়ে কী বললেন শাহবাজ?
ভারতীয়দের মধ্যে তালিকায় রোহিতের পরে মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলি। ধোনি ৯৮টি ও কোহলি ৯৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ধোনি আইপিএলে খেললেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন। তাই তাঁর আর রোহিতের রেকর্ড ভাঙার সুযোগ নেই। অন্যদিকে কোহলি এখন টি-টোয়েন্টি ম্যাচ বাছাই করে খেলছেন। কোহলি বরাবরই বেশি গুরুত্ব দিয়ে থাকেন টেস্ট ক্রিকেটকে। তিনি এখন আর জাতীয় দলের অধিনায়কও নন। তাঁক হাত থেকেই নেতৃত্বের ব্যাটন গিয়েছে রোহিতের হাতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলেছিলেন কোহলি। তবে সেই দুই ম্যাচ ভারত জিতে সিরিজ জয় নিশ্চিত হয়ে পড়ায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে বিশ্রাম নেন কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলছেন না কোহলি। তাই কোহলির পক্ষেও রোহিতের রেকর্ড ভাঙার সম্ভাবনা এখনই নেই।
দুরন্ত ছন্দে বাংলার বোলাররা, প্রতিপক্ষদের সাবধান করে দিচ্ছেন কোচ