নয়াদিল্লি: দীর্ঘ সময় পর সংবাদ শিরোনামে উঠে এলেন ভারতীয় ক্রিকেটের অলরাউন্ডার কেদার যাদব। সৌজন্যে রোহিত শর্মা। রঞ্জি ট্রফি খেলার জন্য ২২ গজে ফিরেছেন কেদার। প্যাড পরে ব্যাট হাতে ছবি পোস্ট করে মাঠে ফেরার কথা জানান এই অলরাউন্ডার। সেই ছবিতে কমেন্ট করেন রোহিত শর্মা। রোহিত লেখেন, “পোজ কম করে একটু ব্যাটিং করে নাও।”
পড়ুন: চাপ কাটাতে নিজেই রাস্তা বের করুক, ধোনির সাফল্য অর্জন করতে ঋষভের লাগবে ১৫ বছর, বললেন সৌরভ
প্রসঙ্গত, দীর্ঘ সময় পর ভারতীয় দলে ডাক পেয়েছেন কেদার যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে রাখা হয়েছে তাঁকে।