জয়পুর: আইপিএলের (IPL 2023) গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৯৯ রান তুলেও ম্যাচ জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আপাতত ১১ ম্যাচের মধ্যে ছয়টি জয়ের সুবাদে ১০ পয়েন্ট রয়েছে আরসিবির (RCB) দখলে। প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে তাই বাকি সবকয়টি ম্যাচই জিততে হবে আরসিবিকে। সেই উদ্দেশ্যেই রবিবার রাজস্থানের ঘরের মাঠেই রাজস্থান রয়্য়ালসের (Rajasthan Royals) বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি। অপরদিকে, রাজস্থানেরও প্লে-অফের স্থান এখনও পাকা নয় তাঁরা গত ম্যাচ জিতলেও, তাঁদেরও প্লে-অফে পৌঁছতে বাকি দুই ম্যাচ জিততেই হবে। তাই ক্রিকেটপ্রেমীরা রবিবাসরীয় বিকেলে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশা করতেই পারেন।
এই ম্যাচে দুই দলের দুই তারকা ওপেনিং জুটির দিকে বিশেষ নজর থাকবে। রাজস্থান ওপেনার যশস্বী জয়সওয়াল বিগত পাঁচ ম্যাচে দুইটি শতরান ও একটি অর্ধশতরান করেছেন। তাঁর দিকে নজর থাকাটা স্বাভাবিক। তাঁর ওপেনিং জুড়িদার জস বাটলার বরাবরই আরসিবির বিরুদ্ধে ভাল খেলেন। আইপিএল ইতিহাসে তাঁর আরসিবির বিরুদ্ধে মোট ৪০০-র ওপর রান করার কৃতিত্ব রয়েছে। অপরদিকে, আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাঁর ও যশস্বীর মধ্যে মাত্র এক রানের পার্থক্য রয়েছে। তাই অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা দুই তারকাই বড় রান করতে আগ্রহী হবে। আর বিরাট কোহলির দিকে সবসময়ই নজর থাকে। যে দলের ওপেনাররা এই ম্যাচে বেশি ভাল পারফর্ম করবেন, সেই দলের জয়ের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে।
কবে খেলা
১৪ মে, রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস একে অপরের মুখোমুখি হবে
কোথায় খেলা
আজকের খেলাটি হবে রাজস্থানের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে
কখন শুরু ম্যাচ
এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায় টস হবে
কোথায় দেখবেন?
টিভিতে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে আইপিএলের এই ম্যাচটি দেখা যাবে
অনলাইনে কোথায় দেখা যাবে?
অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের এই ম্যাচটি
হেড-টু-হেড
রাজস্থান রয়্যালস ও আরসিবি একে অপরের বিরুদ্ধে আইপিএলে মোট ২৮ বার মাঠে নেমেছে। আরসিবি তার মধ্যে ১৪টি ম্যাচ জিতেছে, ১২ ম্যাচ জিতেছে রাজস্থান। বাকি দুই ম্যাচ অমীমাংসিতই শেষ হয়েছে।
পিচ পরিস্থিতি
আইপিএলের অন্যান্য মাঠগুলির মতো সোয়াই মানসিংহ স্টেডিয়ামে সাধারণত খুব বড় রান হতে দেখা যায় না। বিগত তিন বছরে এই মাঠে আয়োজিত ১৬টি বিশ ওভারের ম্যাচে প্রথম ইনিংসে গড়ে ১৪১ রান উঠেছে। স্পিনাররা বরাবরই এই মাঠে সুবিধা পায়। রবিবারে তাঁর অন্যথা হওয়ার সম্ভাবনা কম।
আরও পড়ুন: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস