এক্সপ্লোর
Advertisement
Shoaib Malik Birthday: সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা না জানালে চলে? শোয়েবের জন্মদিনে পোস্ট স্ত্রী সানিয়ার
চল্লিশ বছর সম্পূর্ণ করলেন শোয়েব মালিক। আর তাঁর জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। সানিয়ার শুভেচ্ছাবার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।
নয়াদিল্লি: চল্লিশ বছর সম্পূর্ণ করলেন শোয়েব মালিক। আর তাঁর জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। সানিয়ার শুভেচ্ছাবার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।
সোমবার ছিল পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের জন্মদিন। চল্লিশ বছর সম্পূর্ণ করলেন শোয়েব। টেনিস তারকা সানিয়া মির্জা নিজের স্বামী শোয়েব মালিকের জন্মদিনে দারুণ ভাবে শুভেচ্ছা জানালেন৷ সোশ্যাল মিডিয়ায় শোয়েবের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন সানিয়া। সঙ্গে লিখেছেন, 'সেই লোকটির জন্মদিন আজ যাঁর সঙ্গে থাকতে পারি না, আবার যাঁকে ছাড়াও থাকতে পারি না।' টেনিস সুন্দরীর লেখায় খুনসুটির মেজাজ। সঙ্গে প্রেমও। সানিয়া আরও লিখেছেন, 'আগামী বছর, মাস, দিনে সেরা সময়টা কাটাও৷ অনেক ভালবাসা, হাসি আর সাফল্য ঘিরে থাকুক তোমাকে। তুমি অনুশীলন থেকে ফিরে এলেও এটা বলতে পারতাম। কিন্তু যে রকম সকলে বলে না, আজ জন্মদিন আর গ্রামে শুভেচ্ছা না জানালে সেটা সম্পূর্ণতা পায় না। ঠিক আছে? তোমার জন্য রইল অনেক ভালবাসা। বাই।'
সানিয়া মাঝেমধ্যেই নিজের সোশ্যাল অ্যাকাউন্টে ছবি আপলোড করে থাকেন৷ শোয়েবের সঙ্গেও অনেক ছবি শেয়ার করতে দেখা যায় তাঁকে। এবং সেই সবকটি ছবিই নেটিজেনদের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে। সানিয়া ২০১০ সালের ১২ এপ্রিল শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন৷ ২০১৮ সালে শোয়েব ও সানিয়ার একটি পুত্রসন্তান হয়। তারকা দম্পতি ছেলের নাম রাখে ইজহান।
কয়েকদিন আগেই করোনা মুক্ত হয়েছেন সানিয়া। পরে তিনি সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে সবাইকে সচেতন করতে মাস্ক পরার পরামর্শ দিয়েছিলেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সানিয়া লিখেছিলেন, ‘করোনায় আক্রান্ত হয়েছিলাম আমিও। এখন আমি পুরোপুরি সুস্থ। মারাত্মক কোনও উপসর্গ দেখা যায়নি। নিভৃতবাসে ছিলাম। দুই বছরের ছেলে এবং পরিবারের থেকে আলাদা থাকছিলাম। সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি তখন।’ তিনি আরও লিখেছিলেন, ‘চিকিৎসকের পরামর্শ মানুন। মাস্ক পরুন এবং স্যানিটাইজার নিয়মমাফিক ব্যবহার করুন।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement