বার্মিংহাম: ওজন তুলতে গিয়ে তিনি চোট পেলেন। তবু লড়াই ছাড়লেন না। মরিয়া লড়াইয়ে দেশকে চলতি কমনওয়েলথ গেমস থেকে প্রথম পদক এনে দিলেন। তিনি, সঙ্কেত সরগর (Sanket Sargar)। পুরুষদের ৫৫ কেজি বিভাগে ভারোত্তোলনে রুপো জিতেলন তিনি।


১ কেজির জন্য সোনা হাতছাড়া


৫৫ কেজি বিভাগে ভারোত্তোলনে দ্বিতীয় স্থান পেলেন সঙ্কেত। তাঁর হাত ধরেই বার্মিংহামে কমনওয়েলথ গেমসে পদকের খাতা খুলল ভারত। সঙ্কেত স্ন্যাচে ১১৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৩৫ কেজি ওজন তোলেন। ক্লিন অ্যান্ড জার্কে ১৪১ কেজি ওজন তুলতে গিয়ে তিনি কনুইয়ে চোটও পান। সব মিলিয়ে ২৪৮ কেজি ওজন তোলেন ভারতীয় অ্যাথলিট। তাঁর চেয়ে মাত্র ১ কেজি ওজন বেশি তুলে সোনা জেতেন মালয়েশিয়ার আনিক।


 


প্রথম ম্যাচেই জয়


এ বারে ভারতীয় কমনওয়েলথ (Commonwealth Games) স্কোয়াডের কণিষ্ঠতম সদস্য অনাহত সিংহ (Anahat Singh)। সিনিয়র স্তরে শুক্রবারই নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ১৪ বছরের অনাহত। আর প্রথম ম্যাচে নেমেই দাপটের সঙ্গে জয় তুলে নিলেন দিল্লির তরুণী।


সেন্ট ভিনসেন্ট এন্ড দ্য গ্রেনাডাইন্সের জাডা রসকে তিন গেমের লড়াইয়ে হারালেন অনাহত। প্রথম গেমে জাডা লড়াই করার চেষ্টা করেছিলেন বটে, তবে অনাহত ১১-৫ প্রথম গেম জিতে নেন। পরের দুই গেমে আরও দাপুটে ছন্দে প্রতিপক্ষকে কার্যত লড়াই করার সুযোগটাই দেননি অনাহত। পরের দুই গেম তিনি যথাক্রমে ১১-২ এবং শেষ গেমে এক পয়েন্টও না হারিয়ে ১১-০ স্কোরে ম্যাচ জিতে নেন। পরের ম্যাচে, রাউন্ড অফ ৩২-এ অনাহত বিশ্বের ১৯ নম্বর এমিলি উইটলকের মুখোমুখি হবেন।


 প্রথম দিনও নজরকাড়া পারফরম্যান্স


কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) প্রথম দিন দুর্দান্ত কেটেছে ভারতের। মহিলাদের হকিতে ঘানার (Ghana) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। মহিলাদের টেবিল টেনিসে (Table Tennis) টিম ইভেন্টে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে ভারতীয় দল। অন্যদিকে বক্সিংয়ে শিবা থাপা পাক প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছেন। আবার প্রথম দিনে ক্রিকেটে খারাপ দিন গিয়েছে ভারতের। মহিলা ক্রিকেট দল প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে হেরে গিয়েছে।


আরও পড়ুন: প্রথম টি-টোয়েন্টি হেরে কাকে দুষলেন অধিনায়ক পুরান?