এক্সপ্লোর
দক্ষিণ আফ্রিকার টি ২০ লিগের কেপটাউন ফ্র্যাঞ্চাইজি কিনল শাহরুখের নাইট রাইডার্স

মুম্বই: এবার দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগের দল কিনলেন বলিউড তারকা শাহরুখ খান। কিং খান সহ আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স ও ট্রিনিবাগো নাইট রাইডার্সের মালিকপক্ষ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)-র টি ২০ গ্লোবাল লিগের কেপটাউন ফ্র্যাঞ্চাইজি কিনেছে। লন্ডনে এক অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেছেন সিএসএ-র সিইও হারুন লরগ্যাট ও প্রেসিডেন্ট ক্রিস নেনজাই। নতুন ফ্র্যাঞ্চাইজির নাম হবে কেপটাউন নাইট রাইডার্স। শাহরুখ তাঁর বার্তায় নাইড রাইডার্সের পক্ষ থেকে টি ২০ লিগ চালুর জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে অভিনন্দন জানিয়েছেন। ওই লিগের শরিক হতে পেরে তাঁরা উচ্ছ্বসিত বলেও জানিয়েছেন বলিউড অভিনেতা। কেপ টাউন নাইট রাইডার্সের মার্কি প্লেয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছে জেপি ডুমিনিকে। টি ২০ গ্লোবাল লিগেও থাকছে আটটি দল। আগামী নভেম্বরে শুরু হবে টুর্নামেন্ট। ডিসেম্বরে ফাইনাল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















