এক্সপ্লোর
Advertisement
নরসিংহর পর এবার ডোপ টেস্টে ব্যর্থ শট পাটার ইন্দরজিৎ, তুললেন চক্রান্তের অভিযোগ
নয়াদিল্লি: কুস্তিগির নরসিংহ যাদবের পর এবার শট পাটার ইন্দরজিৎ সিংহ। ফের ডোপ পরীক্ষায় ব্যর্থ অলিম্পিকগামী ভারতীয় ক্রীড়াবিদ। ২২ জুন ডোপ টেস্ট হয়। জানা যায়, ডোপ পরীক্ষায় পাশ করতে পারেননি ইন্দরজিৎ। ২০১৫-য় এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন এই শট পাটার। গতবছর চিনে এশিয়ান চ্যাম্পিয়নশিপেও জয়ী হন ইন্দরজিৎ। ২০.৬৫ মিটার ছুড়ে অলিম্পিক্সে নামার যোগ্যতা অর্জন করেন। কিন্তু ডোপ টেস্টে তাঁর মূত্রের নমুনায় নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া গিয়েছে। জাতীয় অ্যান্টি-ডোপিং এজেন্সি (নাডা) শট পাটারকে এ কথা জানিয়েছে। প্রথম নমুনা পরীক্ষায় তিনি ব্যর্থ হয়েছেন। চাইলে তিনি দ্বিতীয়বার পরীক্ষা করাতে পারেন এবং সাতদিনের মধ্যে তা করতে হবে। এক্ষেত্রে ব্যর্থ হলে তাঁর অলিম্পিক স্বপ্ন ভেঙে যাবে। শুধু তাই নয়, নতুন ওয়াডা বিধি অনুসারে চার বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে ইন্দরজিৎকে।
যদিও ইন্দরজিৎ চক্রান্তের অভিযোগ তুলেছেন। তিনি তাঁর মূত্রের নমুনা বিকৃত করার অভিযোগ এনেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কোনও কিছু একজন খেলোয়াড় কীভাবে খেতে পারেন।
ইন্দরজিৎ বলেছেন, এটা একটা ষড়যন্ত্র। এতে কোনও গোলমাল রয়েছে। চিকিত্সকরা বিষয়টি পরীক্ষা করে দেখবেন। এ বিষয়ে মন্তব্য করতে চান না বলেও ইন্দরজিৎ বলেছেন, এই দেশে যারা নিজেদের মতপ্রকাশ করতে চাইছে, তার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement