এক্সপ্লোর
Advertisement
চায়না সুপার সিরিজের শেষ আটে সিন্ধু
ফুঝৌ: তিন গেমের উত্তেজক লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বেইওয়েন ঝ্যাংকে হারিয়ে চায়না সুপার সিরিজ প্রিমিয়ারের শেষ আটে পৌঁছে গেলেন রিও অলিম্পিকে রুপোজয়ী পিভি সিন্ধু। তাঁর পক্ষে ম্যাচের ফল ১৮-২১, ২২-২০, ২১-১৭। প্রথম গেমে হেরে গেলেও, অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে পরের দুটি গেমে জিতে ম্যাচ পকেটে পুরে নেন হায়দরাবাদি শাটলার। শেষ আটের লড়াইয়ে সিন্ধুর প্রতিপক্ষ চিনের হি বিংজিয়াও। তাঁর কাছেই ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়েছিলেন সিন্ধু। এবার সেই হারের বদলা নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।
সিন্ধুর পাশাপাশি অজয় জয়রামও এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন। তিনি হারিয়েছেন হংকংয়ের উই ন্যানকে। সিন্ধুর মতোই প্রথম গেমে হেরে যাওয়ার পর শেষ দুটি গেমে জিতে যান অজয়। তাঁর পক্ষে খেলার ফল ২০-২২, ২১-১৯, ২১-১২। শেষ আটে অজয়ের প্রতিপক্ষ দু বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং রিও অলিম্পিকে সোনা জয়ী চেন লং। চিনের এই শাটলারের বিরুদ্ধে অজয়ের লড়াই মোটেই সহজ হবে না।
আরও পড়ুন, বামাং তাগোর ভিসা নিয়ে চিনের সঙ্গে কথা বিদেশ মন্ত্রকের
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement