কলকাতা: বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে তিরুঅন্ততপুরম পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। এশিয়ান গেমসের অষ্টম দিনে ১৫ পদক এল ভারতের ঝুলিতে। এক নজরে খেলার সেরা খবরগুলি।
তিরুঅন্ততপুরম পৌঁছল টিম ইন্ডিয়া
বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথম প্রস্তুতি ম্যাচ। গুয়াহাটি ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে টস হলেও, এক বলও গড়ায়নি। তাই মঙ্গলবারই বিশ্বকাপে (ODI World Cup 2023) মাঠে নামার আগে শেষবার নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার (Team India) সামনে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের (IND vs NED) মুখোমুখি হবে ভারত। সেই লক্ষ্যেই কেরলে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল।
শ্যুটিংয়ে সোনা
এশিয়ান গেমসের (Asian Games 2023) অষ্টম দিনে ভারতের প্রথম সোনা এল শ্যুটিংয়ে। ট্র্যাপ ইভেন্টে পুরুষদের দলগত বিভাগে সােনা জিতল ভারত। দলে ছিলেন কেনান চেনাই, জোরাভর সিংহ ও পৃথ্বীরাজ তোন্ডাইমন। ট্র্যাপ ইভেন্টে কেনান ফাইনাল রাউন্ডে ২৫/২৫ স্কোর করে দলের সোনা নিশ্চিত করেন। পুরুষদের সাফল্যের দিনে সফল মহিলা ট্র্যাপ দলও। তাঁরাও পদক জিতলেন। ভারতের মহিলা ট্র্যাপ দল রুপো জিতলেন এশিয়ান গেমসে।
অদিতির ঐতিহাসিক রুপো
এশিয়ান গেমসের মঞ্চে গল্ফে পদক জিতল ভারত। রুপো জিতলেন ভারতের অদিতি অশোক। এই ইভেন্টে অদিতির দিকেই তাকিয়ে ছিল গোটা ভারত। তৃতীয় রাউন্ড শেষ করেছিলেন পয়েন্ট টেবলের শীর্ষে থেকে। এদিন সোনা জয়ের সুবর্ণ সুযোগ ছিল অদিতির সামনে। কিন্তু সেই সুযোগ মিস করেন তিনি। যদিও রুপো জয়ের সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়েন অদিতি। প্রথম ভারতীয় মেয়ে গল্ফার হিসেবে জিতলেন এশিয়ান গেমস পদক।
চতুর্থ দিনের শুরু থেকেই ছন্দ খুঁজে পাচ্ছিলেন না অদিতি। স্ট্রোক মিসও করেন অনেকগুলো। শীর্ষস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে যান তিনি। ১৭ আন্ডার পার-এ শেষ করে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় ভারতের এই তরুণী গল্ফারকে।
এশিয়ান গেমসে অবিনাশের রেকর্ড
১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) অ্যাথলেটিক্সে প্রথম সোনা আসল ভারতের ঘরে। ৩০০০ মিটার স্টিপলচেজ়ে ভারতকে সাফল্য এনে দিলেন অবিনাশ সাবলে (Avinash Sable)। এশিয়ান রেকর্ড সময়, ৮:১৯:৫৩ নিজের ইভেন্ট শেষ করেন ভারতীয় অ্যাথলিট। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ইরানের কেয়াহানি হোসেন। তাঁর সময় ছিল ৮:২২:৭৯।
কমনওয়েলথ গেমসে অবিনাশই স্টিপলচেজ়ে প্রথম ভারতীয় হিসাবে দেশকে পদক এনে দিয়েছিলেন। এশিয়ান গেমসেও তিনি প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে সাফল্য পেলেন। দৌড়ের শুরুতেই লিড নিতে সক্ষম হন সাবলে এবং প্রতিটি ল্যাপের সঙ্গে সঙ্গে তাঁর লিডের ব্যবধানও বাড়তে থাকে। বাকিরা তাঁকে তেমনভাবে কার্যত চ্যালঞ্জই জানাতে পারলেন না। তাঁর লিড এতটাই বেশি ছিল যে শেষ ল্যাপে তিনি কার্যত ধুঁকলেও সহজেই প্রথম স্থান দখল করে নেন। জাপানের আয়োকি রায়োমা এবং সানাদা সেইয়া তার পিছনে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করেন।
শটপাটে তাজিন্দরের সোনা
১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) অবিনাশ সাবলে ভারতকে অ্যাথলেটিক্সে প্রথম সোনা জেতার পর পরই অ্যাথলেটিক্সে দ্বিতীয় সোনা এল ভারতের ঘরে। দীর্ঘ অপেক্ষার পরে এসেছিল প্রথম সোনা। তবে ভারতের ঘরে অ্যাথলেটিক্স থেকে দ্বিতীয় সোনা ঘরে আসতে সময় লাগল মাত্র কয়েক মিনিট। গত বারের চ্যাম্পিয়ন তাজিন্দরপাল সিংহ তুর (Tajinderpal Singh Toor) শট পাটে নিজের ষষ্ঠ ও শেষ প্রয়াসে ২০.৩৬ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতে নিলেন। এটি চলতি গেমসে ভারতের ১৩তম স্বর্ণপদক।
ব্যাডমিন্টন দলের ইতিহাস
১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) ব্যাডমিন্টনে পুরুষদের দলগত বিভাগের ফাইনালে লক্ষ্য সেন ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি প্রথম দুই ম্যাচ জিতে ভারতকে এগিয়ে দিয়েছিলেন। তবে শেষমেশ টাইয়ে হারতেই হল ভারতকে। পরপর তিন ম্যাচ জিতে সোনা নিশ্চিত করলেন চিনের শাটলাররা। তবে পরাজিত হয়েও ইতিহাস গড়লেন লক্ষ্যরা। এই প্রথমবার ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল এশিয়ান গেমসের দলগত বিভাগে রুপো জিতল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: 'এবারের বিশ্বকাপে সেরা স্পিনার কুলদীপ',চায়নাম্যানকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক অধিনায়কের