নয়াদিল্লি: ভারতের প্রাচীনতম আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট সুব্রত কাপ (Subroto Cup 2023)। এ বছরের ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে সেই সুব্রত কাপের ৬২তম পর্ব। এই বছরই প্রথমবার দক্ষিণ ভারতে এই টুর্নামেন্ট খেলা হবে। নয়াদিল্লি ও গুরুগ্রামের পাশাপাশি আয়োজক শহর হিসাবে দায়িত্ব পেয়েছে বেঙ্গালুরুও।


সুব্রত মুখোপাধ্যায় স্পোর্টস এডুকেশন সোসাইটির সঙ্গে হাতে হাত মিলিয়ে ভারতীয় বায়ুসেনা এই টুর্নামেন্টের আয়োজন করে থাকে। ১৯৬০ সাল থেকে এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। সুব্রত মুখোপাধ্যায়ের নাম অনুসারে এই টুর্নামেন্টের নামকরণ করা হয়। তিনি একদম প্রাথমিক স্তরে খেলার উন্নতি সাধন করার জন্যই এই টুর্নামেন্টটি আয়োজনের প্রস্তাব এনেছিলেন। তাই তাঁকে সম্মান জানিয়েই এই টুর্নামেন্টের নামকরণ সুব্রত কাপ করা হয়। এই প্রথমবার রাজধানীর পরিসরের বাইরে এই টুর্নামেন্টটি আয়োজিত হবে।


নয়াদিল্লিতে অনূর্ধ্ব ১৭ পুরুষ ও মহিলাদের ম্যাচগুলি আয়োজিত হবে। তবে অনূর্ধ্ব ১৪ সাব জুনিয়র বালকদের টুর্নামেন্টটি আয়োজিত হবে বেঙ্গালুরুতে। আম্বেদকর ফুটবল মাঠের পাশাপাশি তেজাস ফুটবল মাঠ, সুব্রত ফুটবল মাঠ এবং জি.ডি গোয়েঙ্কা স্কুল মাঠে এই ম্যাচগুলি আয়োজিত হবে। বেঙ্গালুরুতে এএসসি সেন্টার, এয়ার ফোর্স স্কুল, জালাহাল্লি এবং এয়ার ফোর্স স্কুলে খেলা হবে এই ম্যাচগুলি। দেশের ২৭টি রাজ্যের মোট ১০৯টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এছাড়াও বাংলাদেশ, নেপালের দলগুলিও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে। ১৮০টিরও অধিক ম্যাচ আয়োজিত হবে এবারের সুব্রত কাপে।


জানুয়ারি মাসে আয়োজিত হতে চলেছে ঐতিহ্যপূর্ণ আইএফএ শিল্ড (IFA Shield)। ঐতিহ্যপূর্ণ  শতাব্দীপ্রাচীন আইএফএ শিল্ডে খেলতে দেখা যাবে পড়শি বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব কে। রবিবার ঢাকায় আইএফএ সচিব অনির্বাণ দত্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চার বারের বিজয়ী বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ও  বাংলাদেশ এর ফেডারেশন কাপ বিজয়ী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের  ডিরেক্টর আবু হাসান চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে প্রাথমিক আলোচনা করেন। দুজনেই তাদের সম্মতি জানিয়েছেন। আরও একটি ক্লাবের আসার সম্ভাবনা রয়েছে। নতুন বছরের শুরুতেই  এপার বাংলা ওপার বাংলা এক হয়ে যাবে এই আইএফএ শিল্ডে এবং ফুটবলে মেতে উঠবেন বাংলার ফুটবলপ্রেমীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: 'ফেরত দাও', অটোগ্রাফ দিলেও, অনুরাগীকে চকোলেট দিতে নারাজ ধোনি