Suraj Prasad: দেশের হয়ে পদক জিতেও কর্মহীন, নেই স্বীকৃতি, চাকরির অপেক্ষায় হাওড়ার রাগবি খেলোয়াড়

Rugby News: দেশের হয়ে পদক জিতেও নেই স্বীকৃতি। নেই অর্থানুকূল্য। নিদেনপক্ষে চাকরিও জোটেনি, এমন নিদর্শন রয়েছে খোদ বাংলার বুকেই।

কলকাতা: সদ্য আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ের মাটি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জিতে ফিরেছে ভারতীয় দল। ১৭ বছর পর ফের টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। ১১ বছর পর ঘরে এসেছে কোনও

Related Articles