দুবাই: স্কটল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। যার জন্য রান রেটের বিচারে এখন আফগানিস্তান ও নিউজিল্যান্ডের থেকেও এগিয়ে গিয়েছে ভারত। আর স্কটল্যান্ড ম্যাচ জিতেই সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন রবীন্দ্র জাদেজা। তিনি বলেন, 'এই টিমটাই গত কয়েক বছর ধরে দুর্দান্ত পারফর্ম করেছে। মাত্র ২টো ম্যাচের ফলের ওপর নির্ভর করে কখনওই একটা দলকে খারাপ বলা যায় না। এখানে শিশির একটা বড় ইস্যু। আমরা প্রথম ২ ম্যাচে দ্বিতীয় ইনিংসে বল করেছিলাম।' জাদেজা আরও বলেন, 'প্রথমে ব্যাট করা ও সেকেণ্ডে ব্যাট করার মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে। প্রথমে ব্যাট করা একটু কঠনি হয়। কিন্তু দ্বিতীয় ইনিংসে শিশির একটা বড় ফ্যাক্টর। সেই সময় পিচ ফ্ল্যাট ট্র্যাক হয়ে যায়। তখন ব্যাট করা সহজ হয়ে যায়। টস জেতা ভীষণ গুরুত্বপূর্ণ, পরে ব্যাট করাটাও তেমনই গুরুত্বপূর্ণ।'


টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) মরণ-বাঁচন পরিস্থিতি এখন সব ম্যাচেই। আর দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরই যেন ভারতীয় ক্রিকেটারদের সেরা পারফরম্যান্সটা বেরিয়ে আসছে। শুক্রবার যা হাড়ে হাড়ে টের পেল স্কটল্যান্ড। বল হাতে দুরন্ত পারফরম্যান্স মহম্মদ শামি (Mohammed Shami), যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), রবীন্দ্র জাডেজাদের (Ravinder Jadeja)। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড অল আউট হয়ে যায় মাত্র ৮৫ রানে। 


ভারতের সামনে ছিল সহজ লক্ষ্য। ৮৬ রান করলেই ম্য়াত জিতে যেতেন বিরাট কোহলিরা। তবে আরও একটি বড় সুযোগ ছিল ভারতের সামনে। ৪৩ বল অর্থাৎ ৭.১ ওভারে ভারত রান তুলে দিলে নেট রান রেটে নিউজিল্যান্ড তো বটেই, আফগানিস্তানকেও ছাপিয়ে যেত টিম ইন্ডিয়া। তারও চার বল আগে, অর্থাৎ ৩৯ বলে লক্ষ্যে পৌঁছে গেল ভারত।


তবে অন্য একটি ম্যাচে গতকাল নমিবিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে একসময় চাপে ছিল নিউজিল্যান্ড। তবে জিমি নিশাম ও ফিলিপসের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ড শেষমেশ অঘটনের আশঙ্কা দূর করে। নমিবিয়াকে দাপটের সঙ্গে পরাজিত করে বিশ্বকাপের সেমিফাইনালের সম্ভাবনা আরও উজ্জ্বল করলেন উইলিয়ামসনরা।


আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে ক্রুণাল পাণ্ড্যর বঢোদরাকে ২ রানে হারাল বাংলা