দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কাল দুবাইয়ে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। আর পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে এবার কাজ করছেন ম্যাথু হেডেন। নক আউট পর্বে ২ টো দলই গ্রুপ পর্ব থেকে দুর্দান্ত পারফর্ম করে উঠেছে। আগামীকাল যখন অ্যারন ফিঞ্চ ও বাবর আজমরা মাঠে নামবেন, তখন ডাগ আউট থেকে অজি বধের ছক কষবেন হেডেন নিজে। ম্যাচের আগের দিন এক সাক্ষাৎকারে প্রাক্তন অজি ওপেনার বলেন, 'আমার কাছে এটা একটা অদ্ভুত অনুভূতি। আমি অস্ট্রেলিয়া ক্রিকেটে ২ দশক ধরে যোদ্ধা ছিলাম। সেই টিমের বিরুদ্ধেই খেলতে নামতে হবে। মন আর মস্তিষ্ককে একটা চ্যালেঞ্জের মুখে পড়তেই হবে। তবে, পেশাদারি দিক থেকে দেখলে, আমি কিন্তু অজি টিম সম্পর্কে অনেক কিছুই জানি। পাক টিমের ক্ষেত্রে নিশ্চিত ভাবে সেটা কাজে লাগবে।'
তিনি আরও বলেন, 'পাকিস্তানের কাছে এই বিশ্বকাপ জেতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ক্রিকেট ওই দেশের কাছে সবচেয়ে ভালোবাসার একটা খেলা। শুধু তাই নয়, ক্রিকেটেই ফোকাস করে ওরা। সাম্প্রতিক কালে ওদের কিছু ক্রিকেট সফর বাতিলও হয়েছে। পরিস্থিতির বিচারে পাকিস্তান যদি বিশ্বকাপটা জিততে পারে, তা হলে ওদের পক্ষে খুব ভালো হবে।'
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ৫ উইকেটে ইংল্য়ান্ডকে হারিয়ে দিলেন কিউয়িরা। ব্যাট হাতে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ডারিল মিচেল। ৪৮ বলে অপরাজিত ৭৩ রান করে ম্যাচের রং পাল্টে দিলেন তিনি। এক ওভার বাকি থাকতেই ইংল্যান্ডের রান তাড়া করে ম্যাচ জিতে নিল নিউজিল্য়ান্ড। ইনিংসের ৫.১ ওভারে ৩৭ রানের মাথায় জনি বেয়ারস্টো যখন ফেরেন, ম্যাচে তখন কিউয়ি বোলারদের দাপট। কিন্তু প্রাথমিক ধাক্কা কাটিয়ে বোর্ডে ১৬৬ রান তুলেছিল ইংল্যান্ড (England Cricket Team)। ৪ উইকেট হারিয়ে।
রান তাড়া করতে নেমে শুরুতেই মার্টিন গাপ্টিল ও কেন উইলিয়ামসনকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। দুজনই ক্রিস ওকসের শিকার। তবে পাল্টা লড়াই শুরু করেন ডারিল মিচেল ও ডেভন কনওয়ে (৩৮ বলে ৪৬ রান)। কনওয়ে যখন ফেরেন, ৩৮ বলে ৭২ রান প্রয়োজন ছিল কিউয়িদের। জিমি নিশাম ১১ বলে ২৭ রান করে আশার প্রদীপ নতুন করে জ্বালান। সেই ফুলকির থেকেই ব্যাট হাতে বিস্ফোরণ ঘটান মিচেল। শেষ পর্যন্ত ক্রিজে থেকে এক ওভার বাকি থাকতেই ম্যাচ জেতান তিনি।
আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচ নয়, এটিকে মোহনবাগান কোচের ভরসা সিচুয়েশন প্র্যাক্টিসে