Ind vs Pak, T20 WC LIVE: বিশ্বকাপে ভারতের একাধিপত্যের অশ্বমেধ থামাল পাকিস্তান, ১০ উইকেটে চূর্ণ বিরাটরা

T20 World Cup, Ind vs Pak LIVE: ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে রোমহর্ষক লড়াই। আজ, রবিবার দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Oct 2021 11:00 PM
Ind vs Pak Live: ভারতকে ১০ উইকেটে হারালেন বাবর আজমরা

বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের প্রথম হার। দুবাইয়ে ভারতকে ১০ উইকেটে হারালেন বাবর আজমরা।

Ind vs Pak Live: ৪১ বলে হাফসেঞ্চুরি রিজওয়ানের

৪১ বলে হাফসেঞ্চুরি রিজওয়ানের। পাকিস্তানের আর ৩৪ বসে ৩৬ রান চাই।

Ind vs Pak Live: ৪০ বলে হাফসেঞ্চুরি বাবর আজমের

বরুণ চক্রবর্তীকে ছক্কা মেরে ৪০ বলে হাফসেঞ্চুরি বাবর আজমের।

Ind vs Pak Live: ১০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৭১/০

১০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৭১/০।

Ind vs Pak Live: পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৪৬

৭ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৪৬ রান।

Ind vs Pak Live: ২ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১৮ রান

ভাল শুরু পাকিস্তানের। ২ ওভারের শেষে বাবর আজমরা তুললেন বিনা উইকেটে ১৮ রান।

Ind vs Pak Live: ভারত তুলল ১৫১/৭

৮ বলে ১১ রান করে ফিরলেন হার্দিক পাণ্ড্য। প্রথমে ব্যাট করে ২০ ওভারের শেষে ভারত তুলল ১৫১/৭।

Ind vs Pak Live: ৫৭ রান করে ফিরলেন কোহলি

৪৯ বলে ৫৭ রান করে ফিরলেন কোহলি। ভারতের স্কোর ১৩৩/৬।

Ind vs Pak Live: ১৩ রান করে ফিরলেন রবীন্দ্র জাডেজা

১৩ বলে ১৩ রান করে ফিরলেন রবীন্দ্র জাডেজা। ভারতের স্কোর ১৮ ওভারের শেষে ১২৭/৫।

Ind vs Pak Live: ৪৫ বলে হাফসেঞ্চুরি করলেন বিরাট

৪৫ বলে হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ১৭.১ ওভারে ভারতের স্কোর ১১৬/৪।

Ind vs Pak Live: ১৫ ওভারে ৪ উইকেটে একশো তুলল ভারত

১৫ ওভারে ৪ উইকেটে একশো তুলল ভারত। ক্রিজে বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা।

Ind vs Pak: ৩০ বলে ৩৯ রান করে আউট হলেন পন্থ

শাদাব খানের ওভারে ৩০ বলে ৩৯ রান করে আউট হলেন পন্থ। ভারতের স্কোর ৮৪/৪।

Ind vs Pak Live: হাসান আলির এক ওভারে জোড়া ছক্কা ঋষভ পন্থের

হাসান আলির এক ওভারে জোড়া ছক্কা ঋষভ পন্থের। উঠল মোট ১৫ রান। ১২ ওভারের শেষে ভারতের স্কোর ৮১/৩।

Ind vs Pak Live Score: ৯ ওভারে পঞ্চাশ পেরল ভারতের স্কোর

৯ ওভারের শেষে ভারতের স্কোর তিন উইকেটে ৫২ রান। ক্রিজে বিরাট কোহলি (২৪ ব্যাটিং) ও ঋষভ পন্থ (১৩ ব্যাটিং)।

Ind vs Pak Live: হাসান আলির বলে কট বিহাইন্ড সূর্যকুমার

হাসান আলির বলে কট বিহাইন্ড সূর্যকুমার যাদব (৮ বলে ১১ রান)। ভারতের স্কোর ৩১/৩।

Ind vs Pak Live: আফ্রিদিকে মাথার ওপর দিয়ে ছক্কা বিরাট কোহলির

শাহিন শাহ আফ্রিদিকে মাথার ওপর দিয়ে ছক্কা বিরাট কোহলির। ৫ ওভারের শেষে ভারতের স্কোর ৩০/২।

Ind vs Pak Live Score: আফ্রিদিকে ছক্কা সূর্যকুমার যাদবের

শাহিন শাহ আফ্রিদিকে ছক্কা সূর্যকুমার যাদবের। তিন ওভারের শেষে ভারত ১৪/২।

Ind vs Pak Live: কে এল রাহুলকে বোল্ড করে দিলেন আফ্রিদি

ফের ঘাতক শাহিন শাহ আফ্রিদি। কে এল রাহুলকে বোল্ড করে দিলেন পাক পেসার। ভারতের স্কোর ২.১ ওভারে ৬/২।

Ind vs Pak Live: কোনও রান না করে এলবিডব্লিউ রোহিত

প্রথম ওভারেই ধাক্কা পাকিস্তানের। শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন রোহিত শর্মা। ভারতের স্কোর ১/১।

Ind vs Pak Live: স্পিনার হিসাবে ভারত খেলাচ্ছে বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাডেজাকে

স্পিনার হিসাবে ভারত খেলাচ্ছে বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাডেজাকে। প্রথম একাদশে সুযোপ পেলেন না আর অশ্বিন। দলে নেই ঈশান কিষাণও।

Ind vs Pak Live: ভারতের তিন পেসার যশপ্রীত বুমরা, মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের তিন পেসার যশপ্রীত বুমরা, মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার।

Ind vs Pak Live: পরের দিকে শিশির পড়ার আশঙ্কা

পরের দিকে শিশির পড়ার আশঙ্কা। তাই টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

Ind vs Pak Live Score: গেলদের বিপর্যয়ের পিচে ভারত-পাক দ্বৈরথ

শনিবার ইংরেজদের বিরুদ্ধে দুঃস্বপ্নের রাত গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গিয়েছিল ক্রিস গেল-আন্দ্রে রাসেল সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ। যা লজ্জার নজিরও। কারণ, আইসিসি-র কোনও পূর্ণ সদস্যের এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন স্কোর। রবিবার, ঠিক ২৪ ঘণ্টা পরে সেই পিচেই ভারত-পাক মহারণ।

Ind vs Pak Live: বিরাটদের শুভেচ্ছা মুকুন্দের

ভারতীয় দলকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন ক্রিকেটার অভিনব মুকুন্দ। চেন্নাইয়ের এই ক্রিকেটার কু-তে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন। 

Ind vs Pak Live: আইসিসি টুর্নামেন্টে বরাবরই দাপট দেখিয়েছে ভারত, বলছেন আমির

শনিবার গভীর রাতে দুবাই থেকে করাচি ফিরেছেন আমির। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক মহারণ দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন ৬ ফিটের পেটানো চেহারার পাক পেসার। করাচি থেকে হোয়াটঅ্যাপ কলে এবিপি লাইভকে আমির বললেন, 'কোনও সন্দেহ নেই আইসিসি-র টুর্নামেন্টে ভারত বরাবর পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়ে এসেছে। তবে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেই ছবিটা পাল্টেছিলাম। ফাইনালে আমরা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম।'

Ind vs Pak LIVE: মাঠের উদ্দেশে রওনা হলেন ভারতীয় ক্রিকেটারেরা

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে টিম হোটেল ছেড়ে মাঠের উদ্দেশে রওনা হলেন বিরাট কোহলিরা। ভিডিও শেয়ার করল বিসিসিআই।

Ind vs Pak LIVE: কী বলছেন আমির?

আইসিসি টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের শাপমোচন ঘটেছিল যাঁর হাত ধরে, সেই মহম্মদ আমির মনে প্রাণে বিশ্বাস করেন যে, বিশ্বকাপেও ভারতের একাধিপত্য ঘুচবে। হয়তো বা রবিবারই। আর শান্তির ঘুম নামবে পাকিস্তানে।

Ind vs Pak Live: ভারতকে এগিয়ে রাখছেন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'আমার মনে হয় ভারতীয় দল এবারও অপরাজিতই থাকবে পাকিস্তানের বিরুদ্ধে। এখনও পর্যন্ত ১২ ম্যাচে বিশ্বকাপের মঞ্চে জয় পেয়েছে ভারতীয় দল। আমার মনে হয় সংখ্যাটা এবার ১৩-০ হয়ে যেতে পারে। এই দলের সবাই ম্যাচ উইনার। দুর্দান্ত প্লেয়ার। আমি আশাবাদী যে গত ১০ বছর ধরে বিশ্বকাপ জয়ের যে অপেক্ষা আমরা করছি, তার এবার অবসান হবে।'

Ind vs Pak Live: বিরাটদের সতর্ক করছেন কপিল

বিশ্বকাপের মঞ্চে অতীত রেকর্ড বাবর আজমদের পক্ষে কথা না বললেও সেদিকে বেশি পাত্তা দিতে নারাজ কপিল। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, 'এই মুহূর্তে ওঁদের দল সম্পর্কে সেভাবে জানি না। তবে এটা বলতে পারি যে টি-টোয়েন্টি ফর্ম্যাটে পাকিস্তান বরাবর কঠিন প্রতিপক্ষ। খাতায়-কলমে ভারতীয় দল পিছিয়ে রয়েছে। কিন্তু আমি মনে করি এটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ। তাই ছন্দ বজায় রাখতে হবে বিরাটদের।'

Ind vs Pak Live: ভারত অনেক বেশি শক্তিশালী, মত ভনের

ভারত অনেক বেশি শক্তিশালী, তবে মরুদেশের পরিবেশ-পরিস্থিতিতে এই পাকিস্তান দল বিশ্বের যে কোনও দলকে হারিয়ে দিতে পারে, হুঁশিয়ারি মাইকেল ভনের।

Ind Vs Pak Live: শুধু ব্যাটার হিসাবে হার্দিককে খেলানোর ইঙ্গিত কোহলির

পিঠের চোট পুরোপুরি না সারায় হার্দিক পাণ্ড্য বল করছেন না। তবে তাঁকে শুধু ব্যাটার হিসাবে খেলাতে চান ভারত অধিনায়ক বিরাট কোহলি।

প্রেক্ষাপট

দুবাই: ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে রোমহর্ষক লড়াই। আজ, রবিবার দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে বরাবরই ২ দেশের লড়াইয়ে শেষ হাসি হেসেছে টিম ইন্ডিয়া। প্রস্তুতি ম্যাচে ২ দলই জয় পেয়েছে। তাই বিশ্বকাপের মূল পর্বে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস কাজ করবে ২ দলের মধ্যে।


২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ২ দল কুড়ির ওভারের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। ডারবানে হওয়া বিশ্বকাপের গ্রুপ লিগে ভারত-পাকিস্তান প্রথম ম্যাচটি যদিও টাই হয়েছিল। বোল আউটে সেই ম্যাচে ৩-০ তে জয় পেয়েছিল ভারত। এরপর টুর্নামেন্টের ফাইনালেও ২ দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে শেষ ওভারে জিতে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় টিম ইন্ডিয়া। এরপরও একাধিক বার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ২ দল মুখোমুখি হয়েছে। এই ফর্ম্যাটে একবার মাত্র জয় পেয়েছে পাকিস্তান। যদিও তা বিশ্বকাপের মঞ্চে নয়।


ভারত তাঁদের প্রস্তুতি ম্যাচে প্রথমে ইংল্যান্ড ও পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। তবে পাকিস্তান অবশ্য প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গিয়েছে বাবর আজমের দল। ভারতীয় দলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কে এল রাহুল, ঈশান কিষাণের মতো তরুণদের ফর্মে থাকা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.