নয়াদিল্লি : আগামী বছর টি২০ বিশ্বকাপ (পুরুষ) অনুষ্ঠিত হতে পারে ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও আমেরিকায় (America) আয়োজিত হবে আইসিসি-র (ICC) এই প্রতিযোগিতা। খবর ESPNcricinfo সূত্রের।
রিপোর্ট অনুযায়ী, এ সপ্তাহেই আমেরিকার শর্টলিস্টে থাকা ৫ জায়গা পরিদর্শন করে আইসিসি-র একটি প্রতিনিধি দল। এই স্থানগুলিতে এই প্রথম আন্তর্জাতিক স্তরের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। মরিসভিল, ডালাস, নিউ ইয়র্ক, লওডারহিল ও ফ্লোরিডায় ম্যাচ ও ওয়ার্ম-আপের ব্যবস্থা করা হতে পারে।
এই মুহূর্তে আমেরিকার মেজর লিগ ক্রিকেটে আয়োজন করেছে মরিসভিল ও ডালাস। যদিও, এই ভেন্যুগুলি এখনও পর্যন্ত আন্তর্জাতিক তকমা পায়নি। আইসিসি-র নিয়ম অনুযায়ী, যা প্রায় বাধ্যতামূলক। পরের মাসে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ইউএসএ ক্রিকেট একযোগে ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন ; হরমনপ্রীতের ব্যবহারে ক্ষুব্ধ বিসিসিআইও, ডানহাতি ব্য়াটারের সঙ্গে কথা বলবেন বিনি, লক্ষ্মণ
এদিকে আইসিসি-র আঞ্চলিক যোগ্যতা-অর্জনের মাপকাঠিতে এ সপ্তাহে টি২০ বিশ্বকাপের জন্য যোগ্যতা-অর্জন করেছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। পাপুয়া নিউ গিনি পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যোগ্যতা অর্জন করেছে। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড হচ্ছে ইউরোপ রিজিয়ন কোয়ালিফায়ারের দুই ফিনিশার দল। আগামী মাসগুলিতে আমেরিকা থেকে একটি, আফ্রিকা থেকে দু'টি ও এশিয়া থেকে দু'টি দলকে বেছে নেওয়া হবে।
এগুলি ছাড়া ইতিমধ্যেই ১২টি দল সংশ্লিষ্ট প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছে। আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা ছাড়াও রয়েছে ২০২২ টি২০ বিশ্বকাপের আটটি দল। সেগুলি হল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এছাড়া টি২০ ব়্যাঙ্কিংয়ে পজিশনের উপর নির্ভর করে কোয়ালিফাই করেছে- আফগানিস্তান ও বাংলাদেশ।
২০২৪-এর বিশ্বকাপের ফর্ম্যাটও হবে আগের বারের থেকে আলাদা। ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। ফার্স্ট রাউন্ডে প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল। সেরা আটে যাবে প্রত্যেক গ্রুপের সেরা ২টি করে দল। পরে সুপার এইটকে দুটি গ্রুপে ভাঙা হবে। প্রত্যেক গ্রুপের দুটি করে দল যাবে সেমি-ফাইনালে।
আরও পড়ুন ; পেটানো চেহারা, সিক্স প্যাক অ্যাবস, নতুন অবতারে সোশ্যাল মিডিয়ায় তাক লাগালেন অর্জুন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন