মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মিতালি রাজ (Mithali Raj)। দীর্ঘ ২৩ বছর ২২ গজে দাপটের সঙ্গে খেলার পর ২২ গজকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন এই ডানহাতি ব্য়াটার। নিজেই সোশ্য়াল মিডিয়ায় অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মিতালি। তাঁর অবসর ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা ভেসে আসছে চারিদিক থেকে। দেশ- বিদেশের বর্তমান থেকে প্রাক্তন সব ক্রিকেটারই মিতালিকে তাঁর আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বিসিসিআইয়ের তরফেও শুভেচ্ছা জানানো হয়েছে ট্যুইটারে। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। 


 






 






১৯৯৯ সালে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয় মিতালির। ২৩২ ম্যাচে ৭৮০৫ রান করেছেন। ১২টি টেস্টে তাঁর ঝুলিতে রয়েছেন ৬৯৯ রান। শিখর ধবন, সুরেশ রায়না, দীনেশ কার্তিক থেকে শুরু করে ওয়াসিম জাফরের মত ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন মিতালিকে। 


 






 






 






অবসর বার্তায় মিতালি জানিয়েছেন, ''ভারতের নীল জার্সিটা পরার জন্য অনেক ছোট থেকেই আমার যাত্রা শুরু হয়েছিল। এই যাত্রায় অনেক ভাল সময়-মন্দ সময় এসেছে। নানা ওঠাপড়া হয়েছে। প্রতিটি ঘটনা আমায় নতুন কিছু শিখিয়েছে। গত ২৩ বছর আমার জীবনে সবচেয়ে চ্যালেঞ্জিং, মজাদার ছিল। বাকি সবকিছুর মতোই এই যাত্রারও শেষ হয়। আজ, আমি আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। যখনই আমি মাঠে নেমেছি। ভারতকে জেতানোর জন্য নিজের সেরাটা দিয়েছি। তেরঙ্গার প্রতিনিধিত্ব করার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।''


আরও পড়ুন: অশ্বিনকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে নতুন কোন রেকর্ডের সামনে চাহাল?