নয়াদিল্লি: উয়েফা নেশনস লিগে (UEFA Nations League) হাঙ্গেরির স্বপ্নের দৌড় অব্যাহত। গত ম্যাচে ইংল্যান্ডকে (England Football Team) হারিয়েছিল হাঙ্গেরি এবার জার্মানদের (Germany Football Team) মাত দিলেন পিটার গুলাচিরা। ১-০ স্কোরলাইনে জিতল হাঙ্গেরি। অপরদিকে, ইতালির বিরুদ্ধে একই ব্যবধানে পরাজিত হল ইংল্যান্ড। এই পরাজয়ের ফলে নেশনস লিগের শীর্ষস্তর থেকে অবনমিত হয়ে গেলেন হ্যারি কেনরা।


জয়হীন ইংল্যান্ড


ইউরোর দুই ফাইনালিস্ট দলের ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে আজুরিদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন জিয়াকমো রাস্পাদোরি। ইতালিয়ান তারকা লিওনার্দো বোনুচ্চির এক লম্বা পাসকে দুর্দান্তভাবে নিজের নিয়ন্ত্রণে এনে বক্সের একেবারে কর্নার থেকে শট নিয়ে জালে বল জড়িয়ে দেন। একাধিক ইংল্যান্ড ডিফেন্ডার ওই স্থানে উপস্থিত থাকলেও, তাদের করার মতো তেমন কিছুই ছিল না। এর পরাজয়ের ফলে অবনমিত হয়ে গেল ইংল্যান্ড। আট বছরে প্রথমবার টানা পাঁচ ম্যাচ জিততে ব্যর্থ হল থ্রি লায়ান্সরা।


জার্মানির হার


ইংল্যান্ডের মতো অবনমিত না হলেও, জার্মানির অবস্থাও খুব একটা ভাল নয়। এদিন হাঙ্গেরির অধিনায়ক তথা তারকা ফরোয়ার্ড অ্যাডাম সালাই ১৭ মিনিটে এক চোখধাঁধানো ব্যাকহিল থেকে গোল করেন। কর্নার থেকেই সালাই বল পায়ে পেয়ে গোল করেন। ম্যানুয়েল ন্যুয়ারের অনুপস্থিতিতে জার্মান দলের অধিনায়কত্ব করা থমাস মুলার সালাইকে মার্ক করতে হালকা ভুল করেন এবং সেই ভুলের খেসারতই দিতে হয় জার্মানিকে। এই ম্যাচের পর নেশনস লিগের গ্রুপ ৩-এ সবাইকে চমকে দিয়ে শীর্ষে রয়েছে হাঙ্গেরি। তাদের দখলে ১০ পয়েন্ট।



আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। ছয় পয়েন্ট নিয়ে তিনে জার্মানি ও মাত্র দুই পয়েন্ট রয়েছে অবনমিত হয়ে যাওয়া ইংল্যান্ডের দখলে। গ্রুপের শেষ ম্যাচে ইতালি ও হাঙ্গেরি একে অপরের মুখোমুখি হবে। জার্মানি খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রসঙ্গত, বসনিয়া অ্যান্ড হান্সিগোভিনা মন্টিনিগ্রোকে ১-০ হারিয়ে লিগ এ-তে উঠে এল। অপরাজিত জর্জিয়া ২-০ গোলে হারায় নর্থ ম্যাসাডোনিয়াকে।  


আরও পড়ুন: সবচেয়ে বেশি বয়সে গোল, ফ্রান্সের হয়ে রেকর্ড জিহুর, নেশনস লিগে আজও ধুন্ধুমার লড়াই