নিউ ইয়র্ক: বছরের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম, যুক্তরাষ্ট্র ওপেনে (US Open 2023) ভাল ছন্দে রোহন বোপান্না (Rohan Bopanna)। অস্ট্রেলিয়ান সঙ্গী ম্যাথিউ এবডেনকে (Matthew Ebden)  সঙ্গে নিয়ে ফ্লাশিং মিডোয় রাউন্ড অফ ১৬-এ পৌঁছে গেলেন বোপান্না। স্ট্রেট সেটে রাশিয়ার রোমান সাফিউল্লিন ও কাজাখস্তানের আন্দ্রে গলুবেভকে ৬-৩, ৬-৩ হারালেন ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি।


অবাছাই জুটির বিরুদ্ধে ষষ্ঠ বাছাই এবডেন ও বোপান্না প্রথম সেটে খানিকটা চাপে পড়েছিলেন। কোনওক্রমে নিজেদের প্রথম সার্ভিস গেম বাঁচাতে পারলেও, দ্বিতীয় সার্ভিস গেমে এক পয়েন্টও জিততে পারেননি তাঁরা। তবে অষ্টম গেমে গলুবেভদের সার্ভিস ব্রেক করতে পারেন বোপান্নারা। এরপরই প্রথম সেট জিতে নেন বোপান্নারা। প্রথম গেম হারলেও, দ্বিতীয় গেমে লড়াইয়ের চেষ্টা করেন গলুবেভরা। দুরন্তভাবে শুরু করেন তাঁরা। বোপান্নাদের থেকে বেশি এস মারেন, কম ডবল ফল্টও করেন তাঁরা।


তবে ইন্দো-অজি জুটির অভিজ্ঞতাই শেষ হাসি হাসে। সপ্তম ও নবম গেমে গলুবেভদের সার্ভিস ব্রেক করতে সক্ষম হন বোপান্নারা। দ্বিতীয় সেটও ৬-৩ স্কোরলাইনে জিতে নিয়ে ম্যাচ জিতে নেন বোপান্নারা। রাউন্ড অফ ১৬-এ ব্রিটেনের অবাছাই জুটি জুলিয়ান ক্যাশ ও হেনরি প্যাটেনের বিরুদ্ধে কোর্টে নামবেন বোপান্নারা। রবিবার আয়োজিত হবে এই ম্যাচ। বোপান্না মিক্সড ডাবলস ম্যাচেও জয় পান। প্রথম রাউন্ডের ম্যাচে ইন্দোনেশিয়ার আল্ডিলা সুতজিয়াদিকে সঙ্গে নিয়ে সেই ম্য়াচও স্ট্রেট সেটে জিতে নেন বোপান্না।


জার্মান জুটি আন্দ্রেয়াস মিয়েস ও ভেরাকে ৭-৫, ৬-২ স্কোরে পরাজিত করেন বোপান্নারা। মিক্সড ডবলসের রাউন্ড অফ ১৬-তে যুক্তরাষ্ট্রের জুটি টেলর টাউন্সেন্ড ও বেন শেল্টনের বিরুদ্ধে কোর্টে নামবেন বোপান্নারা। সেই ম্যাচও রবিবারই আয়োজিত হবে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ওপেনে ৪৩ বছর বয়সি বোপান্নাই ভারতের শেষ আশা। য়ুকি ভামব্রি ও সাকেত মায়নেনি দুইজনেই ভিন্ন ভিন্ন সঙ্গীর সঙ্গে ডবলস ম্যাচ খেলতে নামেন এবং উভয়েই প্রথম রাউন্ডেই পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। সিঙ্গেলসে তো ভারতের কোনও খেলোয়াড়ই এ বছরে যুক্তরাষ্ট্র ওপেনের মূল পর্বে জায়গা করতে পারেননি। সুমিত নাগাল, অঙ্কিতা রায়নারা যোগ্যতা অর্জন পর্বেই ছিটকে যায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কোথায় আয়োজিত হবে ভারতীয় দলের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ২ ম্যাচ? জানাল ফেডারেশন