সাও পাওলো: বর্তমান বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলারদের মধ্যে রিয়াল মাদ্রিদ তথা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়ারের (Vinicius Jr) নাম একেবারের উপরের সারিতে আসবে। ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ খেতাব জেতা হয়ে গিয়েছে ভিনিসিয়াসের। ব্রাজিল দলের নিয়মিত সদস্যও তিনি। সেই ফুটবল তারকাকেই 'বাঁদরের মতো নাচ' থামাতে বলে চরম বিপাকে এক স্প্য়ানিশ এজেন্ট। সেই এজেন্টের বিরুদ্ধে 'বর্ণবিদ্বেষ'-এর অভিযোগ করে গর্জে উঠল ব্রাজিল। প্রতিবাদ জানালেন পেলে (Pele), নেমারের (Neymar Jr) মতো তারকারাও। 


ভিনিসিয়াসের সমর্থনে পেলে, নেমার


রিয়াল মাদ্রিদ এই সপ্তাহেই লা লিগায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের। তার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে ভিনিসিয়াসের গোল সেলিব্রেশন। ফুটবলে গোল করার পর খেলোয়াড়দের সেলিব্রেশনের দিকে বরাবরই দর্শকদের নজর কাড়ে। ভিনিসিয়াসেরও গোলের পর নাচের সেলিব্রেশন বেশ প্রসিদ্ধ হয়েছে। সেই নাচকে কেন্দ্র করেই যত কাণ্ড। ভিনিসিয়াসকে বিতর্কিত ভাষায় এই নাচ বন্ধ করতে বলেই চরম বিপাকে স্প্যানিশ এজেন্ট। নেমার অল্প কথার এক ট্যুইটে ভিনিসিয়াসের প্রতি নিজের সমর্থন জানিয়ে লেখেন, 'বাইলা ভিনি জুনিয়ার।' এই পর্তুগিজ শব্দের বাংলা অর্থ হল নাচ। 


 






ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেও ভিনিসিয়াসের সমর্থনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ফুটবল হল আনন্দ। ফুটবল হল নাচ। দুর্ভাগ্যবশত যদিও সমাজে এখনও বর্ণবিদ্বেষ রয়েছে, তবে তাতে আমরা নিজেদের হাসিখুশি থাকা থামিয়ে দেব না। বরং এভাবেই আমার প্রতিদিন বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমাদের সম্মান পাওয়া ও খুশি থাকার অধিকার পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাব।' 


 






ভিনিসিয়াস ও রিয়ালের বিবৃতি


ভিনিসিয়াস জুনিয়ার নিজেও এর বিরুদ্ধে এক বিবৃতিতে জানায়, 'মাত্র একটা মন্তব্যেই আমি জেনোফোবিয়া (ভিন্ন দেশের নাগরিকদের প্রতি বিদ্বেষ) ও বর্ণবিদ্বেষের শিকার হয়েছি। এই নাচগুলির মাধ্যমে পৃথিবীর বৈচিত্রকেই তুলে ধরা হয়। অন্যরা এটাকে কেউ সম্মান করুক, মেনে নিক বা না মানুক, কোনওমতেই আমি এটা বন্ধ করব না।' ভিনিসিয়াসের ক্লাব রিয়াল মাদ্রিদ এই বিষয়ে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে তারা উক্ত এজেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে। এত সবের পরে অ্যাটলোটিকোর মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় ভিনিসিয়াসের এই নাচ দেখা যায় কি না এবং দর্শকদের তাতে কী প্রতিক্রিয়া হয়, সেটাই দেখার বিষয়।


আরও পড়ুন: উভয় সিঙ্গলস ম্যাচেই হার, নরওয়ের বিরুদ্ধে প্রথম দিনের শেষে পিছিয়ে ভারত