কলকাতা:  দুরন্ত পারফরম্যান্সের জন্য বিশ্ব ক্রিকেট মহলে এখন সবচেয়ে বেশি আলোচিত নাম ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে রানের বন্যা, ফিটনেস, রান তাড়া করার ক্ষেত্রে চোখধাঁধানো সাফল্যের কারণে কোহলিকে ঘিরে আগ্রহ তুঙ্গে। প্রাক্তন ক্রিকেটাররাও এই কোহলি-মুগ্ধতার ক্ষেত্রে পিছিয়ে নেই। টেলিভিশনের একটি অনুষ্ঠানে শুধুমাত্র কোহলির প্রশংসাতেই মুখর হলেন পাকিস্তানের তিন কিংবদন্তী ক্রিকেটার ওয়াসিম আক্রম, সাকলিন মুস্তাক ও শোয়েব আখতার। পাশাপাশি এই তিন প্রাক্তনী তাঁদের দেশের তরুণ ক্রিকেটারদের সীমাবদ্ধতা, শেখার আগ্রহের অভাব নিয়ে আক্ষেপ করলেন।তাঁদের কথায়,কোহলি ক্রিকেটারদের কাছে রোল মডেল।

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে পুনেতে কোহলি কীভাবে কঠিন পরিস্থিতি থেকে ভারতকে টেনে তুলেছিলেন, তার বিস্তারিত বিশ্লেষণ করলেন এই পাক ত্রয়ী। সাড়ে তিনশ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারত ৬৩ রানে চার উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল। কিন্তু কোহলি তাঁর আক্রমণাত্মক ব্যাটিং পাল্টা চাপ তৈরি করেন ইংল্যান্ডের বিরুদ্ধে। কোহলির সেই ইনিংসের বিভিন্ন দিক তুলে ধরে বিশ্লেষণ করেছেন তিন পাক তারকা।

এই প্রসঙ্গে রান তাড়া করতে গিয়ে ভারত অধিনায়কের ১৭ টি সেঞ্চুরি করার কথাও তাঁরা উল্লেখ করেন।

ইংল্যান্ড দলের স্পিন বোলিং বিভাগের পরামর্শদাতা ছিলেন সাকলিন। তিনি ডায়েট সহ কোহলির ফিটনেস নিয়ে পরিশ্রমের দিকটি তুলে ধরেন। সাকলিনের মতে, কোহলি সবচেয়ে এনার্জেটিক, সে জিমই হোক বা জিমের বাইরে। খাওয়া-দাওয়া, ঘুম নিয়ে শৃঙ্খলা মেনে চলেন কোহলি।

আক্রম বলেন, ব্যাটিংয়ে সাফল্য সত্ত্বেও মাথা ঘুরে যায়নি কোহলির। কোহলি কোনও সমস্যা হলেই সিনিয়কদের কাছে পরামর্শ নেন। শুধু কোহলিই নন, ভারতের অন্যান্য তরুণ ক্রিকেটাররাও একই পথ অবলম্বন করেন। আক্রম বলেন, ভারতীয় ক্রিকেটাররা তো নিয়মিত সুনীল গাওস্করের কাছ থেকে ব্যাটিং নিয়ে পরামর্শ নেন।

আক্রমের আক্ষেপ, ঠিক এর উল্টো ছবি পাক ক্রিকেটে। তরুণ পাক ক্রিকেটাররা কখনওই এটা করেন না। সিনিয়রদের কাছে যেতে তাঁরা সঙ্কোচ বোধ করেন।

পাক ক্রিকেটারদের ফিটনেস নিয়েও অসন্তোষ ব্যক্ত করে আক্রম বলেছেন, কোহলি সহ ভারতীয়দের মতো পাক খেলোয়াড়দেরও ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করতে হবে।