নয়াদিল্লি: সদ্যই বিরাট কোহলির (Virat Kohli) প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। টেনিসের সর্বকালের অন্যতম সেরার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারের প্রশংসা সকলেরই নজর কেড়েছিলেন। এবার কোহলি সার্বিয়ান তারকার সঙ্গে তাঁর বন্ধুত্ব প্রসঙ্গে মুখ খুললেন।
সম্প্রতি বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে কোহলি জানান জকোভিচের সঙ্গে তাঁর বন্ধুত্ব শুরু হয় যখন সে ভুল করে জকোভিচের প্রোফাইলের মেসেজ বোতামে ক্লিক করে ফেলেন। কোহলি জানান জোকার আগেই তাঁকে মেসেজ করে রেখেছিল। তিনি বলেন, 'আমার সঙ্গে জকোভিচের সম্পর্কের শুরুটা খুবই স্বাভাবিকভাবে হয়েছিল। আমি ইনস্টাগ্রামে ওর প্রোফাইল দেখতে গিয়ে ভুল করে মেসেজ বোতামে ক্লিক করে ফেলি। তখন দেখতে পাই যে আমায় ও আগেই মেসেজ করেছে। তার আগে আমি খেয়ালই করিনি বিষয়টা। তারপর অ্যাকাউন্টে চেক করে দেখি ফেক অ্যাকাউন্ট থেকে মেসেজ আসেনি। তারপরই আমরা কথা বলা শুরু করি।'
অস্ট্রেলিয়ান ওপেনের সম্প্রচারকারী চ্যানেলে প্রাক্তন ভারতীয় টেনিস তারকা সোমদেব বর্মনের সঙ্গে এক সাক্ষাৎকারে জকোভিচের মুখে শোনা গেল ভারত, এখানকার সংস্কৃতি, বিরাট থেকে সচিন নানা কথা।
কী বলছেন জকোভিচ?
সার্বিয়ান টেনিস তারকা বলছেন, ''এর আগে একবারই ভারতে গিয়েছি। সেটাও ১০-১১ বছর আগে। দিল্লিতে দু’দিনের জন্য প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলাম। খুব কম দিন ছিলাম। আশা করি ভবিষ্যতে আবার আসব। ভারতের এত ইতিহাস, এত সংস্কৃতি রয়েছে। অসাধারণ দেশ। নয়াদিল্লিতে ২ দিনের প্রদর্শনীমূলক অনুষ্ঠান ছিল। আমি ভারতে স্বল্প সময়ের জন্যই ছিলাম। আশা করি খুব তাড়াতাড়ি আবার ভারতে ফিরতে পারব। ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় প্রাচুর্যের দেশ ভারতকে ভালোভাবে জানতে, বুঝতে চাই।'' বিরাট কোহলির প্রসঙ্গ উঠতেই জোকার বলেন, ''বিরাট কোহলির সঙ্গে আমার অনেক বছর ধরেই কথা হচ্ছে। আমি ওর গুণগ্রাহী। সচিন (তেন্ডুলকর), বিরাট-সহ অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। গত কয়েক বছর ধরে বিরাটের সঙ্গে আমার লিখিত কথোপকথন চলছে। কিন্তু সামনাসামনি আমাদের কোনওদিন দেখা হয়নি। ও আমার সম্পর্কে যে সব কথা বলে, সেগুলি শুনে খুব ভালো লাগে। ওর কেরিয়ার ও সাফল্যের কদর করি আমি।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে