নয়াদিল্লি : পডকাস্টে অমিত মিশ্রর মন্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচ্য বিষয় এখন বিরাট কোহলি। ভারতীয় স্পিনার মিশ্র পডকাস্টে দাবি করেছিলেন, 'খ্যাতি ও ক্ষমতা' পেয়ে পাল্টে গিয়েছেন কোহলি। ইউটিউব চ্যানেলের ওই আলোচনায় কোহলিকে কার্যত সরাসরি বিঁধেছেন অমিত। শুধু তা-ই নয়, বিরাটের সঙ্গে রোহিত শর্মার ব্যক্তিত্বের তুলনা টেনে, রোহিতের প্রশংসা করতেও ছাড়েননি। আর এর পরেই সামাজিক মাধ্যমে সরব হন কোহলি-ভক্তরা।
ইন্টারনেটে এনিয়ে আলোচনার মধ্যেই, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পুরনো একটি ভিডিও। ২০১৪ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময়কার ভিডিও সেটি। সেই সিরিজে, বিরাট অস্ট্রেলিয়ানদের ক্রমাগত টার্গেট হয়ে উঠেছিলেন। বিশেষত, মিশেল জনসনের সঙ্গে মাঠে তাঁকে বাদানুবাদেও জড়িয়ে পড়তে দেখা যায়। এনিয়ে কোহলিকে সাংবাদিক সম্মেলনে জিজ্ঞাসা করা হয়। মূলত, 'সম্মানের' দিকটির কথা তুলে ধরে। তখন কোহলি বলেন, 'আমি এখানে ক্রিকেট খেলতে এসেছি। কারও সম্মান পেতে নয়। যতক্ষণ আমি রান করে যাব ততক্ষণ আমি খুশি। আপনার যদি সেটা পছন্দ হয়, তাহলে ভাল।'
তাঁর সংযোজন, 'আমাকে সম্মান করে কি না বা আমি তাদের সম্মান করি কি না তা নিয়ে আমার কোনও মাথাব্য়থা নেই। ওদের মধ্যে কারও কারও সঙ্গে আমার ভাল বন্ধুত্ব আছে। কিন্তু, কেউ কেউ এমন আছে যে মুখে যা আসে তা-ই বলে দেয়, তাদের আমি সম্মান করি না।'
প্রসঙ্গত, শুভঙ্কর মিশ্রর ইউটিউব শো 'Unplugged'-এ সাক্ষাৎকারের সময় অমিত মিশ্রের বক্তব্য ছিল, কিশোর কোহলি যেমনটা ছিলেন এবং ভারতের অধিনায়ক হওয়ার পর যেমনটা হয়ে ওঠেন, তাতে অনেক পার্থক্য। যদিও কোহলি এখনও তাঁকে সম্মান করেন। কিন্তু, সম্পর্কটা সেরকম নেই। অমিতের কথায়, 'বিরাটকে অনেক পাল্টে যেতে দেখেছি। আমাদের প্রায় কথা বন্ধই হয়ে গিয়েছে। যখন আপনি খ্যাতি এবং ক্ষমতা পাবেন, তখন মনে হবে কেউ কোনও উদ্দেশে আপনার কাছে আসছে। আমি কখনোই সেরকম ছিলাম না। চিকুকে ১৪ বছর বয়স থেকে চিনি। যখন ও সিঙ্গাড়া খেত। যখন প্রতি রাতে ওর পিৎজার প্রয়োজন পড়ত। কিন্তু যে চিকুকে আমি চিনতাম এবং অধিনায়ক বিরাট কোহলির বিশাল পার্থক্য। যখনই দেখা হয় খুবই শ্রদ্ধাশীল থাকে, কিন্তু সেই একইরকম নেই।'
আরও পড়ুন ; 'খ্যাতি পেয়ে পাল্টে গিয়েছেন বিরাট, ভারতীয় দলে ওঁর বন্ধু কম; একই আছেন রোহিত', বিস্ফোরক ভারতীয় স্পিনার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।