নয়াদিল্লি: ব্যাট যতদিন তাঁর হাতে ছিল, ইচ্ছে মতো কথা বলত। তিনি মাঠে নামলেই বোলারদের কালঘাম ছুটিয়ে দিতেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ব্যাটের পর অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ইস্যুতে মুখ খুলেছেন, বিতর্কও হয়েছে। কিন্তু তিনি পিছপা হওয়ার পাত্র নন। আবার ট্যুইটারে (Twitter) বীরেন্দ্র সহবাগের (Virender Sehwag) রসবোধসম্পন্ন ট্যুইট, যা ফের ভাইরাল হয়ে গেল। তিনি ফের বুঝিয়ে দিলেন যে মাঠেই শুধু নয়, সোশ্যাল মিডিয়াতেও তিনিই নজফগড়ের নবাব।
ট্যুইটারে কী লিখেছেন সহবাগ?
এজবাস্টন টেস্টে বিরাট কোহলি-জনি বেয়ারস্টোর কথার লড়াইয়ের ফুটেজ সবাই দেখেছে। ২ জনের মধ্যে স্লেজিংয়ের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে, আম্পায়ারকেও এগিয়ে আসতে হয় তা থামাতে। ঘটনাচক্রে, স্লজিংয়ের আগে বেয়ারস্টো অনেক মন্থর গতিতে খেলছিলেন। কিন্তু স্লেজিংয়ের পর রানের গতি বাড়িয়ে দেন তিনি। বেয়ারস্টোর সেঞ্চুরির ইনিংস দেখার পর ট্যুইটারে মজার ছলে সহবাগ লিখেছেন, ''স্লেজিংয়ের আগে স্ট্রাইক রেট ২১ ও স্লেজিংয়ের পরে স্ট্রাইক রেট ১৫০। বেয়ারস্টো পূজারার মতো খেলছিলেন, কোহলি ওঁকে পন্থ বানিয়ে দিল বেকার বেকার স্লেজিং করে।''
ঠিক কী হয়েছিল বিরাট-বেয়ারস্টোর মধ্যে?
ম্যাচের দ্বিতীয় দিন গতকাল ইনিংসের শুরুর দিকে মহম্মদ শামির বলে বেশ সমস্যায় পড়তে হয় বেয়ারস্টোকে। বেয়ারস্টোকে দেখেই নিজে এগিয়ে এসে বিরাট টিম সাউদির প্রসঙ্গ টেনে আনেন। তাঁর কানে কানে বলেন, "সাউদির থেকে কিছুটা দ্রুত ইনিংস, তাই তো?" আসলে প্রথম দিকে বল মিস করছিলেন বেয়ারস্টো। যদিও দ্বিতীয় দিনের শেষে একটু দ্রুত রান তুলছিলেন তিনি।
আরও পড়ুন: 'ক্লাবের হয়ে লম্বা মরসুম জাতীয় দলের প্রস্তুতিতে সাহায্য করবে', বলছেন বাংলার তরুণ ফুটবলার