নয়াদিল্লি: একসময়ের সতীর্থ। প্রচুর ম্যাচ খেলেছেন একসঙ্গে। দেশকেও জিতিয়েছেন প্রচুর ম্যাচ। বীরেন্দ্র সহবাগ ও জাহির খানের বন্ধুত্ব আজকের নয়, বহু পুরনো। ক্রিকেট ছাড়ার পরও বীরু কমেন্ট্রি বক্সে ফিরে গিয়েছেন। অন্যদিকে জাহির কোচিং কেরিয়ার শুরু করেছেন। এবার প্রাক্তন ভারতীয় পেস বোলারকে তাঁর জন্মদিনে অভিনব শুভেচ্ছা বার্তা দিলেন সহবাগ। সেই পোস্টই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।


প্রাক্তন ভারতীয় ওপেনার সহবাগ তাঁর সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে স্বক্রিয়। জাহির খানকে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে নজফগড়ের নবাব লেখেন, 'সোনার হৃদয় যেই ব্যক্তির, সেই মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। নাম জাহির, মনটা পুরো হীরের টুকরো।'






 


আইপিএল চলছে এই মুহূর্তে। টিভির সামনে বসে সব ম্যাচেই চোখ রাখছেন বীরু। নজরকাড়া পারফরম্যান্স নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেওছেন।  কিছুদিন আগেই অন্য অবতারে দেখা গিয়েছিল প্রাক্তন ভারতীয় ওপেনারকে। তিনি গান ভালবাসেন। মাঠে ক্রিকেট খেলতে খেলতেই তিনি গান গাইতেন। তিনি বা তাঁর সতীর্থরা বারবার গল্পের ছলে বলে থাকেন যে, প্রতিপক্ষের সেরা পেসারকে খেলার সময়ও তিনি নাকি বলিউডের জনপ্রিয় গানের দুই কলি গেয়ে নিতেন।


এবার কি সেই বীরেন্দ্র সহবাগকে গায়ক হিসাবে দেখা যাবে? তাঁকে নিয়ে সেরকমই ইঙ্গিতপূর্ণ এক ছবি পোস্ট করেছিলেন কৈলাস খের। বীরুর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন কৈলাস। দুজনে একটি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে। যেন রেকর্ডিং স্টুডিওর ছবি। সঙ্গে কৈলাস হিন্দিতে লিখেছেন, 'ওয়সে তো হাম গাতে হ্যায় ডটকর লেকিন ইস বার আনে বালা হ্যায় কুছ হটকর। জুড়ে রহিয়ে হামারে সব সামাজিক মঞ্চ পর।' যার বাংলা করলে দাঁড়ায়, 'আমি গান তো মনপ্রাণ দিয়ে করি, তবে এবার অন্যরকম কিছু হতে চলেছে। সামাজিক মাধ্যমে আমার সঙ্গে থাকুন।' 


আরও পড়ুন: ভরত, ম্যাক্সওয়েলের ঝোড়ো অর্ধশতরানে দিল্লি বধ আরসিবির