উত্তর দিনাজপুর: ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুনে চাঞ্চল্য ছড়াল। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুন করা হয়েছে বলে খবর। বাড়ি ফেরার পথে তৃণমূল নেতাকে মাথায় গুলি করা হয়। ঘটনায় সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ উড়িয়ে, খুনের অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।


অন্যদিকে শনিবারই বসিরহাটে তৃণমূল কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। গুলিতে জখম তাঁর এক সহযোগীও। দলের একাংশের দিকে অভিযোগের তির নিহতের পরিবারের। যদিও তা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। 


মারুতি ভ্যানে করে এসে মোটরবাইকে সজোরে ধাক্কা। তারপর গাড়ি থেকে নেমে মোটরবাইক আরোহীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। মৃত্যু নিশ্চিত করতে একের পর এক ধারালো অস্ত্রের কোপ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে তৃণমূল কর্মীকে খুন করল দুষ্কৃতীরা। নিহত তৃণমূল কর্মী, মোফাজ্জল হক মণ্ডল বসিরহাটের চাঁপাপুকুরের বাসিন্দা। 


স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মোটরবাইকে করে ফিরছিলেন তিনি। মোটরবাইক চালাচ্ছিলেন তাঁর সহযোগী হাফিজুল। চাপাপুকুর পূর্ব পাড়ায়, উল্টো দিক থেকে আসা একটি মারুতি ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে মোটরবাইকের। এরপরই গাড়ি থেকে নেমে তৃণমূল কর্মী ও তাঁর সহযোগীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। একের পর এক গুলিতে ঝাঁঝরা হয়ে যায় মোফাজ্জলের শরীর। 
তারপর ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ মারা হয়। 


গাড়ি ফেলেই চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল তৃণমূল কর্মীকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে ভর্তি রয়েছেন হাফিজুল। তাঁর হাতে গুলি লেগেছে।


নিহত তৃণমূল কর্মীর পরিবারের দাবি, এর আগেও হামলা চালানো হয়েছিল। তখন অল্পের জন্য রক্ষা পান। এবারের ঘটনার জন্য তৃণমূলের একাংশের দিকে আঙুল তুলেছেন নিহতের স্ত্রী। যদিও তা মানতে নারাজ শাসকদল। 


আরও পড়ুন: Kolkata High court: রাজ্যের পুজো অনুদানে সবুজ সঙ্কেত দিল হাইকোর্টের


আরও পড়ুন: Durga Puja 2021 : 'গভীর রাতে সমুদ্র থেকে উঠে আসতেন মা দুর্গা', দাস পরিবারের পুজো ঘিরে রয়েছে বিভিন্ন জনশ্রুতি