এক্সপ্লোর
Advertisement
দেখুন: অবসরের পরও অসামান্য ফিটনেস, মাঠে দুরন্ত ফিল্ডিং ম্যাকালামের
নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্রেন্ডন ম্যাকালাম বিদায় নিলেন কেন? মাঠে একের পর এক দুরন্ত ম্যাকালামের প্রচেষ্টা দেখে তাঁর অনুরাগীদের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রায় তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। কিন্তু মাঠে তাঁর ফিটনেস, ক্ষিপ্রতা ও দক্ষতা এখনও পুরোদমেই রয়েছে।
বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের অষ্টম মরশুমে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন ম্যাকালাম। গতকাল শুক্রবার গাব্বায় পারথ স্কোরচার্সের বিরুদ্ধে তিনি বোঝালেন বয়স তাঁর দক্ষতায় ভাঁটা ফেলতে পারেনি।
স্করচার্সের ক্যামেরান ব্যনক্রফ্ট জোস লেলরের ওভারের শেষ বলে স্ট্রেট ড্রাইভ মারেন। লং অনে ফিল্ডিং করছিলেন ম্যাকালাম। তিনি বলের পিছু ধাওয়া করেন। কিন্তু বুঝতে পারলেন দৌড়ে তিনি বলের নাগাল পাবেন না। তাই তিনি শরীর পুরো ছুঁড়ে দিয়ে বলটির বাউন্ডারি লাইন পেরিয়ে যাওয়া আটকালেন তিনি। বাউন্ডারি লাইনের কয়েক ইঞ্চি দূর থেকে বলটি মাঠের ভেতরে পাঠিয়ে ম্যাকালাম বাউন্ডারির বাইরে চলে যান। এরপর ফের মাঠে ফিরে এসে বলটি ফেরত পাঠান। ফলে অবধারিত একটি বাউন্ডারি বাঁচিয়ে দিলেন তিনি।
তাঁর এই অনবদ্য ফিল্ডিং দর্শকদের মুগ্ধ করে।
Brendon McCullum is ageless 🤩 #BBL08 pic.twitter.com/WK6H0vq6A0
— KFC Big Bash League (@BBL) February 1, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement