এক্সপ্লোর
Advertisement
দেখুন: শন মার্শকে যে স্লোয়ার ডেলিভারিতে ফেরালেন, তার কৃতিত্ব রোহিতকে দিলেন বুমরাহ
মেলবোর্ন : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে তৃতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত। প্রথম ইনিংসের ভারতের ৭ উইকেটে ৪৪৩ রানের জবাবে এদিন অস্ট্রেলিয়া জসপ্রিত বুমরার বিধ্বংসী বোলিংয়ে ১৫১ রানে অল আউট হয়ে যায়। ভারত ২৯২ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ৫৪। অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে ৩৪৬ রানে।
তৃতীয় দিনের দুটি সেশনে বল হাতে দাপট দেখালেন বুমরাহ। মার্কাস হ্যারিস, শন মার্শ, ট্যাভিস হেড, অজি অধিনায়ক টিম পেইন ও দুই টেল এন্ডার নাথন লায়ন ও জোস হ্যাজেলউড শিকার হলেন বুমরার।
এদিন কেরিয়ারের সেরা বোলিং করেছেন বুমরাহ। প্রথম এশিয় বোলার হিসেবে একই ক্যালেন্ডার ইয়ারে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট সংগ্রহের কৃতিত্ব অর্জন করলেন তিনি।
বুমরার এদিনের পারফরম্যান্সের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল মার্শকে আউট করা। মধ্যাহ্নভোজের বিরতির আগে শেষ বলে মার্শকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন তিনি।
২৫ বছরের পেসারের স্লোয়ার বলে সম্পূর্ণ ঠকে গেলেন বাঁহাতি মার্শ।
ওই বল সম্পর্কে বুমরাহ ম্যাচের শেষে জানিয়েছেন, ‘লাঞ্চের আগে যখন বোলিং করছিলাম, উইকেট থেকে সেভাবে সাহায্য আসছিল না। বলও নরম হয়ে গিয়েছিল। রোহিত মিড-অফে দাঁড়িয়েছিল। ও বলল, এটা শেষ বল..তুমি স্লোয়ার বল চেষ্টা করে দেখতে পারো। রোহিত আমাকে বলল, তুমি সাদা বলের ক্রিকেটে মাঝেমধ্যেই এই বল করে থাকো। এখানেও চেষ্টা করে দেখতে পারো। বলটা ঠিকঠাক হল এবং শেষ বলে উইকেটটা পেলাম। ওই পরামর্শের জন্য অবশ্যই আমাকে ধন্যবাদ দেব।
এ ধরনের ঢিমে গতির উইকেটে ব্যাটসম্যান কখনও কখনও শক্তহাতে খেলে। এক্ষেত্রে ওই বল কাজে লেগে যায়। পরিকল্পনার মূলে ছিল এই ভাবনাই’।
Where did the slower ball come from? Bumrah reveals
Man of the moment @Jaspritbumrah93 on THAT delivery to Shaun Marsh, his 6-wicket haul at the G and his rich vein of form in whites this year ▶️▶️https://t.co/2RqOXmf4K1 #AUSvIND pic.twitter.com/61GYYCLluf — BCCI (@BCCI) December 28, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement