এক্সপ্লোর
Advertisement
দেখুন: চাহলের প্রশ্ন রোহিতকে, কোহলির বদলে তিনি কি তিন নম্বরে নামতে পারেন
ওয়েলিংটন: অম্বাতি রায়ডু-র ৯০, হার্দিক পান্ড্যর ২২ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস, সবমিলিয়ে মিডল অর্ডারের সাফল্য ও বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে রবিবার পঞ্চম একদিনের ম্যাচে হারিয়ে সিরিজ ৪-১ জিতল ভারত।
সিরিজ জয়ের পর চাহল টিভি-তে এলেন অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মা। চাহলের প্রশ্ন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজে বিরাট কোহলির জায়গায় তিন নম্বরে নামতে পারেন রোহিত। জবাবে রোহিত বললেন, চাহলকে যাতে ব্যাটিং অর্ডারে এগিয়ে নিয়ে আসা যায়, তা নিয়ে তিনি টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে চাহল একদিনের ক্রিকেটে এই প্রথম দুই অঙ্কের রান করলেন। আর দলের হয়ে সর্বোচ্চ স্কোর ছিল তাঁরই। তিনি ১৮ রান করেছিলেন।
রোহিত বললেন, তোমাকে তিন নম্বরে পাঠানো যায় কিনা, তা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলব। তবে হারা ম্যাচে নয়, জেতা ম্যাচে তোমাকে টপ স্কোরার হিসেবে দেখতে চাই।
পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে রোহিত অম্বাতি ও বিজয় শঙ্করের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ওই দুজনের মধ্যে পঞ্চম উইকেটে ৯৮ রানের জুটি ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। রোহিত বলেন, আমাদের সব প্লেয়াররাই সিরিজে ভালো পারফর্ম করেছে। পঞ্চম ম্যাচে ১৮ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল। ওই সময় আগের ম্যাচের মতো পরিস্থিতি দেখা দিয়েছিল। ওই ম্যাচে আমরা ৯০-এর মতো রানে আউট হয়ে গিয়েছিলাম। কিন্তু রায়ডু ও বিজয়ের মধ্যে খুব ভালো একটা পার্টনারশিপ হয়। এ ধরনের পরিস্থিতিতে আমাদের ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরবে, এটাই চেয়েছিলাম। রায়ডুর পারফরম্যান্স দলকে আত্মবিশ্বাস যোগাবে। কেদার ও হার্দিক যেভাবে ফিনিস করেছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ।WATCH: Hitman @ImRo45's guest appearance on Chahal TV ????????
Why does Rohit want to give @yuzi_chahal a batting promotion? - by @RajalArora Find out here ???????????? https://t.co/3T5E4KDGEx pic.twitter.com/iI9IZmkoV1 — BCCI (@BCCI) February 3, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement