এক্সপ্লোর
দেখুন: ছেলের এই দুরন্ত গোল দেখে হাসি চাপতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
লিসবন: ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার তাঁর ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রও বাবার পদাঙ্ক অনুসরণ করে তার আগামী দক্ষতার ইঙ্গিত দেখাতে শুরু করেছে।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে লিসবনে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দেয় পর্তুগাল। ম্যাচের পর মাঠে নেমে পড়ে সিআর সেভেনের ছেলে। আর মাঠে নেমে সাত বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র তার দক্ষতার ঝলক দেখাল। বাবার মতোই নিখুঁত শটে বল জালে জড়িয়ে দিল। তার একটা শট গোল পোস্টের একেবারে বাম কোণ দিয়ে ঢুকে জালে জড়িয়ে গেল। কাছেই দাঁড়িয়ে ছিলেন সিআর সেভেন। ছেলের ওই শট থেকে প্রথমে কিছুটা অবাক হয়ে যান। পরে হাসতে শুরু করেন।
বৃহস্পতিবার রাতেই পর্তুগাল শিবিরে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ১৫০-তম আন্তর্জাতিক ম্যাচে তাঁকে দুর্ধর্ষ জয় উপহার দিলেন গেজেস, ব্রুনো ফার্নান্ডেজরা। নিজে গোল পাননি। কিন্তু, তাঁর উপস্থিতিটাই তাতিয়ে দিয়েছিল পর্তুগীজ ফরোয়ার্ড লাইনকে। সিলভার অনবদ্য পাস থেকে দুরন্ত গোল গেজেসের। ৩৭ মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্ডেজের গোল। রোনাল্ডোর ক্রসে মাথা ছুঁইয়ে তাঁকে গোলের ঠিকানায় পাঠান ব্রুনো। দ্বিতীয়ার্ধে ফের পিএসজির তরুন তুর্কী গেজেসের মাস্টারক্লাস। গারেরোর ক্রস থেকে দুরন্ত গোল। ৩-০ তে জয়। রোনাল্ডো ঠিক সময় সতীর্থদের পাশে পেলে এবার ভাল সম্ভাবনা পর্তুগালের, বলছেন বিশেষজ্ঞরা। মার্চ মাস থেকে চলছিল জয়ের খরা। কিন্তু, বিশ্বকাপের মুখে দুরন্ত এই জয়ে আত্মবিশ্বাসে ফুটছে ইউরো চ্যাম্পিয়নরা। আর, পাশে তো রয়েইছেন তিনি। পর্তুগিজ মহাতারকা। আগামী ১৫ জুন সোচিতে স্পেনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।O apito final não quer dizer que acabe o espectáculo. Cristiano Ronaldo e Cristianinho: tal pai, tal filho.#ConquistaOSonho The final whistle doesn't mean the show is over. Cristiano and his son, it's clear the apple doesn't fall far from the tree! #ConquerYourDream pic.twitter.com/YgebltOYpa
— Portugal (@selecaoportugal) June 7, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement