এক্সপ্লোর
Advertisement
উইকেটরক্ষক বাইরে যাওয়ার পর মিলারের দুরন্ত কিপিং, তারিফ করে ডুপ্লেসি বললেন, ‘এমএসডি’
নয়াদিল্লি: ২৩ বছর বয়স থেকে ভারতীয় দলের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর উইকেট কিপিংয়ের দক্ষতা একই রকম রয়েছে। ৩৭ বছর পার করেও উইকেটের পিছনে সমান সাবলীল ও তত্পর মাহি। এক্ষেত্রে তিনি কার্যত অতুলনীয়। উইকেটরক্ষক হিসেবে তাঁর পারফরম্যান্স এমনই যে বিশ্ব ক্রিকেটেও তা প্রশংসা আদায় করে নেয়।
বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় খেলোয়াড়রা দলের কিপারদের তারিফ করতে ধোনির নাম ব্যবহার করেন। এমনই একটা ঘটনা দেখা গেল গতকাল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচে। স্টপ গ্যাপ উইকেটকিপারকে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে ধোনি বলে ডাকতে দেখা গেল।
শ্রীলঙ্কা জয়ের জন্য তখন ২৫৩ রানের লক্ষ্য তাড়া করছিল। ইনিংসের ৩২ তম ওভারে উইকেটরক্ষক কুইন্টন ডি কককে মাঠের বাইরে যেতে হয়। তখন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার উইকেটকিপিংয়ের দায়িত্ব নেন। কিপিং গ্লাভস করে কিপিংয়ের জন্য দ্রুত তৈরি হয়ে যান তিনি।
স্পিনার ইমরান তাহির তখন বোলিং করছিলেন। ওই ওভারের সব কটি বলেই দারুণ কিপিং করেন মিলার। চতুর্থ বলটি দস্তানায় নিয়ে তত্পরতার সঙ্গে বেলও ফেলে দেন। তাঁর এই দক্ষতায় ধারাভাষ্যকার থেকে শুরু করে অধিনায়ক ডুপ্লেসিও মুগ্ধ হন। ডুপ্লেসি বলেন, ‘এমএসডি’। অর্থাত্ তাঁর ইঙ্গিত, এ তো এমএসডি-র মতো কিপিং!
উল্লেখ্য, আইপিএলে ডুপ্লেসি ও ইমরান তাহির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন।This is dope ???? #faf mocking #miller as #MSD ???? when he is trying to stump @ChennaiIPL #thala thala than ya@RusselArnold69 @russcsk @Cricprabhu @CricSuperFan @CSKFansOfficial @SirJadeja pic.twitter.com/eoPBm2F9c3
— TROLL MAMA ???? (@SrinimamaTrolls) March 7, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement