এক্সপ্লোর
Advertisement
দেখুন: মাঠে ধোনির এই আচরণ মুগ্ধ করবেই
নয়াদিল্লি: হ্যামিলটনে ভারতকে ৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। শেষ ওভারে অভিজ্ঞ পেসার টিম সাউদির কয়েকটি দুরন্ত বল করে ভারতের জয়ের আশা ভেস্তে দেন। ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে থমকে যেতে হয় ২০৮ রানে। ভারতের ইনিংসের শেষ দিকে ক্রুনাল পান্ড্য ও দীনেশ কার্তিকের ঝোড়ো ইনিংস সত্ত্বেও নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে দিতে সক্ষম হয়।
গতকাল প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ তম টি ২০ ম্যাচ খেললেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এই তালিকায় সবার উপরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড। তিনি খেলেছেন ৪৪৬ টি ম্যাচ।
গতকাল সেডোন পার্কে এমন একটি ঘটনা ঘটল যা সচরাচর দেখা যায় না। প্রথম ইনিংসে মাঠের ভেতর ঢুরে পড়লেন ধোনির এক অনুরাগী। হাতে তাঁর ভারতের জাতীয় পতাকা। দৌড়ে এসে ওই অনুরাগী নিচু হয়ে ধোনির পা স্পর্শ করেন। অনুরাগীর হাতে থাকা জাতীয় পতাকা মাটি স্পর্শ করবে বুঝতে পেরেই ধোনি তাঁর হাত থেকে অত্যন্ত দ্রুততার সঙ্গে জাতীয় পতাকাটি নিয়ে নেন। ততক্ষণে নিরাপত্তা কর্মীরা ওই অনুরাগীকে মাঠের বাইরে নিয়ে যান।
সম্প্রতি একটি সাক্ষাত্কারে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, ধোনি এমন এক ক্রিকেটার যাঁর অভিজ্ঞতা বাজারে কেনা বা বেচা যায় না। এখনও ও দুর্দান্ত ব্যাটসম্যান এবং দলের হয়ে ম্যাচ ফিনিস করে আসে। এখনকার ধোনি হয়ত ২০০৮ বা ২০১১-র নয়। কিন্ত ওর যে অভিজ্ঞতা রয়েছে তা অমূল্য।#MSDhoni not letting the #India flag touch the ground !! 👏👏👏🙏#DhoniAgain !! pic.twitter.com/eAjTZdSg3r
— 🆂🆄🅺🅴🆂🅷 🐦 (@OfficialSukesh) February 11, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement