এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে ৯টি টেস্ট ম্যাচ খেলে ৮৭২ রান করেছেন ময়ঙ্ক। শতরান ও অর্ধশতরান তিনটি করে। সর্বোচ্চ রান ২৪৩। দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের বিরুদ্ধেও দ্বিশতরান করেন তিনি। দেখুন, নিউজিল্যান্ড সফরের আগে নিজেকে তৈরি করতে জিমে ওজন তুলছেন ময়ঙ্ক অগ্রবাল
Web Desk, ABP Ananda | 09 Jan 2020 10:09 PM (IST)
এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে ৯টি টেস্ট ম্যাচ খেলে ৮৭২ রান করেছেন ময়ঙ্ক।
বেঙ্গালুরু: ভারতের টেস্ট দলে রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন ময়ঙ্ক অগ্রবাল। সীমিত ওভারের সিরিজে খেলার সুযোগ না পেলেও, নিউজিল্যান্ড সফরে দু’টি টেস্ট ম্যাচের জন্য নিজেকে তৈরি রাখছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তিনি ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি নিজের প্রিয় একটি গান চালিয়ে ওজন তুলছেন।