এক্সপ্লোর
Advertisement
দেখুন: ‘অস্থায়ী অধিনায়ক’, এবার ঋষভের পাল্টা স্লেজিংয়ের মুখে পেইন
মেলবোর্ন: স্ট্যাম্পের পিছনে দাঁড়িয়ে অজি অধিনায়ক টিম পেইনের স্লেজিং বেশ নজর কেড়েছে। গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সময় ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পন্ত পেইনের স্লেজিংয়ের শিকার হয়েছিলেন। ভারতের একদিনের দল থেকে বাদ পড়া নিয়ে ঋষভকে বিদ্রুপ করেছিলেন তিনি। পেইন বলেছিলেন, এমএস একদিনের দলে ফিরে এসেছে। এবার এই ছেলেটাকে হোবার্ট শহরে ঘোরানো যেতে পারে। একদিনের দলে বাদ পড়া নিয়ে কটাক্ষের সুরেই পেইন ঋষভকে বিগ ব্যাশ লিগে খেলার কথাও বলেন। বাচ্চাদের দেখাশোনা করতে পারেন কিনা, এমন সব মন্তব্য করে পেইন ঋষভের মনঃসংযোগে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন। ঋষভ কিন্তু এসবের একটা জবাবও দেননি। তিনি শুধু তাঁর ব্যাটিংয়ের দিকেই নজর রেখেছিলেন। কিন্তু শনিবার পাল্টা জবাব দেওয়ার সুযোগ এল। সেই সুযোগ কিন্তু আর ছাড়লেন না ঋষভ। দ্বিতীয় ইনিংসে অজি অধিনায়ক ব্যাট করতে নামলে পাল্টা বাক্যবাণে বিদ্ধ করলেন ভারতের উইকেটরক্ষক।
ওই সময় জাডেজা বল করছিলেন। স্ট্যাম্পের একেবারে কাছে দাঁড়িয়েছিলেন ঋষভ। তাই ঋষভ যা বললেন তা ধরা পড়ল স্ট্যাম্প মাইক্রোফোনে।
ঋষভকে বলতে শোনা গেল, ‘আমাদের একজন বিশেষ অতিথি। মায়াঙ্ক, তুমি অস্থায়ী অধিনায়ক, এমন কথা কখনও শুনেছ?’
‘তুমি শুনেছ? না? আমি দেখছি!’
‘ওকে আউট করতে অন্য কিছু করতে হবে না।‘
‘পেইন একটা কাজই পারে, তা হল বকবক করা।‘
এভাবে পেইনেই স্লেজিংয়ের জবাব দিলেন ভারতের তরুণ উইকেটরক্ষক। পরে অবশ্য স্কোয়ার লেগ দাঁড়িয়ে থাকা আম্পায়ার এ সব কথাবার্তা শুনতে পেয়ে ঋষভকে সতর্ক করেন।
It was Rishabh Pant's turn for some fun on the stump mic today... #AUSvIND pic.twitter.com/RS8I6kI55f
— cricket.com.au (@cricketcomau) December 29, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement