এক্সপ্লোর
Advertisement
দেখুন: পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচ চলাকালে স্টেডিয়ামের বাইরে হাতাহাতি দুই দলের সমর্থকদের
মাঠে ব্যাট বলের লড়াই আফগানিস্তান ও পাকিস্তানের। আর সেই সময় স্টেডিয়ামের বাইরে হাতাহাতিতে জড়ালেন দুই দলের সমর্থকরা। এদিন বিশ্বকাপে আফগানিস্তান ও পাকিস্তানের ম্যাচ চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে বেঁধে যায় খণ্ডযুদ্ধ। সেই মারামারি, হাতাহাতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।
লিডস: মাঠে ব্যাট বলের লড়াই আফগানিস্তান ও পাকিস্তানের। আর সেই সময় স্টেডিয়ামের বাইরে হাতাহাতিতে জড়ালেন দুই দলের সমর্থকরা। এদিন বিশ্বকাপে আফগানিস্তান ও পাকিস্তানের ম্যাচ চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে বেঁধে যায় খণ্ডযুদ্ধ। সেই মারামারি, হাতাহাতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। তবে ওই ভিডিওগুলি স্টেডিয়ামের বাইরের। প্রথম অর্ধের খেলা চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি চলে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই বচসা ও হাতাহাতির জন্য দুই দলের সমর্থকদেরই হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডের বাইরে বের করে দিতে হয়।
স্টেডিয়াম থেকে বাইরে বের করে দেওয়ার পর তাঁরা বাইরেই খণ্ডযুদ্ধে জড়ান। এই বিশৃঙ্খল অবস্থায় ছবি তুলতে গিয়ে কয়েকজন সাংবাদিকেরও আঘাত লাগে বলে অভিযোগ। সমর্থকদের একাংশ বেআইনিভাবে স্টেডিয়ামে ঢুকে আসন দখল করে বসেছিলেন বলেও খবর।
হেডিংলিতে এক পাক সাংবাদিক ট্যুইট করে অভিযোগ করেছেন যে, আফগানিস্তান ক্রিকেট দলের সমর্থক হেডিংলি ক্রিকেট স্টেডিয়ামের বাইরে হিংসাত্মক আচরণ করেন। নিরাপত্তা গেট ভেঙে ফেলা ও ওই গেটের প্রহরায় থাকা নিরাপত্তা দলের ওপর বোতল ছোঁড়ার মতো কাজ করেন তাঁরা। পুলিশ এজন্য দুজনকে গ্রেফতার করেছে।Those are the afghanistani cricket fans. Very shameful act. #Pakistan#PakistanVsNamakHarams#PAKvAFG#PakistanLovesSarfaraz#AfghanAtalan #Afghanistan pic.twitter.com/LffvF5MzEN
— zakir akhter (@ZakirAkhter) June 29, 2019
ট্যুইটারে যে ভিডিওগুলি দেখা গিয়েছে, সেগুলির মধ্যে একটিতে আফগানিস্তানের সমর্থকরা পাকিস্তানি জার্সি পরা এক দর্শককে পেটাচ্ছেন। অন্য একটি ভিডিওতে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সমর্থদের ঝামেলায় জড়াতে দেখা গিয়েছে।Supporters of Afghanistan cricket team go violent outside the #Headingley cricket stadium, attempt to break down security gate, throw bottles at the security team manning gates, police makes two arrests for violent actions #PakVSAfg pic.twitter.com/T1cj8yF2q2
— Murtaza Ali Shah (@MurtazaViews) June 29, 2019
#WATCH: A scuffle breaks out between Pakistan and Afghanistan fans outside Headingley Cricket Ground in Leeds after an aircraft was flown in the area which had 'Justice for Balochistan' slogan. Leeds air traffic will investigate the matter. pic.twitter.com/mN8yymQOP5
— ANI (@ANI) June 29, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement