এক্সপ্লোর
ভিডিওতে দেখুন, দক্ষিণ আফ্রিকার রাস্তায় বিরাট, ধবনের ভাংড়া নাচ

কেপ টাউন: দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টের জন্য প্রস্তুতির ফাঁকে নতুন বছরের উৎসবেও সামিল হয়েছেন ভারতের ক্রিকেটাররা। কেপটাউনের ভি অ্যান্ড এ ওয়াটারফ্রন্টে রাস্তায় আফ্রিকান সুরের তালে ভাংড়া নাচতে দেখা গেল ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও বাঁ হাতি ব্যাটসম্যান শিখর ধবনকে। কেপ টাউনের এই অঞ্চলটিতে নববর্ষ পালনের জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা যান। সেখানকার উৎসবে এবার বিরাট, ধবনকেও দেখা গেল।
শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। দু’দল তিনটি টেস্ট, ৬টি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে। ভারত এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি। তবে এবার বিরাটরা আত্মবিশ্বাসী। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















