Siliguri Table Tennis: কৃতী প্রাক্তনদের চোখে 'টেবিল টেনিসের শহর' শিলিগুড়ির বর্তমান

Siliguri Table Tennis: ২০১০ সালে নয়াদিল্লি কমনওয়েলথ গেমসে শরথ কমলের সঙ্গে জুটি বেঁধে পুরুষদের ডাবলসে সোনা জিতেছিলেন শিলিগুড়ির শুভজিৎ সাহা।

গৌতম রায়, শিলিগুড়ি: মনোরম পরিবেশ, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য্যের টানে বারবার সবাই ছুটে আসেন উত্তরবঙ্গে (North Bengal)। চারিদিকে পাহাড়, তিস্তার পার, সবুজের সমারোহ আর হিমেল বাতাস। মনে আলাদা

Related Articles