এক্সপ্লোর
Advertisement
কব্জির চোট, বান্ধবীকে নিয়ে গাড়ি চালিয়ে ফিরতে গিয়ে যন্ত্রণায় অ্যাম্বুলেন্সে হাসপাতালে রোনাল্ডো
বান্ধবীকে নিয়ে ফিরছিলেন গাড়ি চালিয়ে৷ কিন্তু, বাধ সাধল কব্জির চোট৷ শেষ পর্যন্ত গাড়ি পার্ক করাতে বাধ্য হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে, খবর ব্রিটিশ ট্যাবলয়েড সূত্রে৷
কব্জির চোট। তার জেরে নিজের সাধের ল্যাম্বরঘিনি গাড়িটি ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কি না উঠতে হল অ্যাম্বুলেন্সে! এমনই খবর জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান।
ঠিক কী ঘটেছিল?
বান্ধবী জর্জিনা রডরিগেজকে নিয়ে মাদ্রিদের ৩৭ মাইল উত্তরে নাভাসেরাডায় একটি স্কাই রিসর্টে গিয়েছিলেন সিআর সেভেন। পরের দিন ফিরছিলেন নিজের প্রিয় ল্যাম্বরঘিনি গাড়িতে করে। নিজেই চালাচ্ছিলেন গাড়ি। মাঝপথেই হঠাত্ কব্জিতে প্রবল যন্ত্রনা। যন্ত্রনা এমন বাড়ে, যে রাস্তাতেই নিজের সুপারকারটিকে পার্ক করাতে বাধ্য হন পর্তুগিজ মহাতারকা। বিষয়টি নজরে পড়ে পুলিশের। ছুটে আসেন স্থানীয় মানুষ-জনও। তখনই অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে একটি টো-ট্রাক তাঁর গাড়িটিকে সরিয়ে নিয়ে যায়।
যদিও রোনাল্ডোর পরিবার বা রিয়েল মাদ্রিদ এ-ব্যাপারে মুখ খোলেননি। মুখে কুলুপ কোচ জিনেদিন জিদানেরও। তবে, কব্জিতে চোট পর্তুগিজ মহাতারকাকে ভোগাচ্ছে বেশ কিছুদিন ধরেই। গত শনিবার মালাগার সঙ্গে রিয়েলের ম্যাচেও ডান হাতে ব্যান্ডেজ বেঁধে খেলতে নেমেছিলেন তিনি। তবে, জিদান জানিয়েছেন, কব্জিতে চোট থাকলেও কোপা দেল রে-র পরবর্তী ম্যাচে সেল্টা ভিগোর বিরুদ্ধে খেলবেন তিনি। কিন্তু, তার আগেই ফের ভোগাল কব্জির চোট।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement