মুম্বই: নিউজিল্যান্ড ইনিংস শেষ মাত্র ৬২ রানে। বিরাট রানের লিড নিয়েও কিউয়িদের ফলো অন করাননি বিরাট কোহলি (Virat Kohli)। বরং দ্বিতীয় ইনিংসে নিজেরা ব্যাট করে নেওয়ার সিদ্ধান্ত নেন।


কিন্তু ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে ভারতের দ্বিতীয় ইনিংস ওপেন করতে নামলেন চেতেশ্বর পূজারা! শুভমন গিল (Shubhman Gill) কোথায়? যিনি এই টেস্টে বিশেষজ্ঞ ওপেনার হিসাবে খেলছেন। প্রথম ইনিংসে ৪৪ রানের ঝকঝকে ইনিংসও খেলেছেন।


ভারতীয় শিবির থেকে পরে জানানো হল যে, ফিল্ডিং করার সময় শুভমন কনুইয়ে জোরাল চোট পেয়েছেন। তাঁর হাত ফুলে রয়েছে। যন্ত্রণা হচ্ছে বেশ। ব্যথায় তিনি এতটাই কাতর যে, দ্বিতীয় ইনিংস ওপেন করার মতো অবস্থাতেই ছিলেন না। যে কারণে পূজারাকে তড়িঘড়ি ব্যাট-প্যাড নিয়ে নামতে হয়।


ভারতীয় দল থেকে জানানো হয়েছে যে, শুভমনের চোট পর্যবেক্ষণ করা হচ্ছে। তারপর ঠিক করা হবে তিনি এই ম্যাচে আদৌ আর অংশ নিতে পারবেন কি না। তবে ভারত বিরাট রানে এগিয়ে থাকায় শুভমন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে না পারলেও খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।


শনিবার দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৯ রান। ক্রিজে রয়েছেন ময়ঙ্ক অগ্রবাল (৩৮ ব্যাটিং) ও চেতেশ্বর পূজারা (২৯ ব্যাটিং)। সব মিলিয়ে ৩৩২ রানে এগিয়ে ভারত। দ্বিতীয় দিনের শেষেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া (Team India)।


ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অল আউট হয়ে গেলেন কেন উইলিয়ামসনরা (Kane Williamson)। ভেঙে গেল ১৯ বছরের পুরনো এক রেকর্ড। ২০০২ সালে দেশের মাটিতে, হ্যামিল্টনে ৯৪ রানে অল আউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেটাই ছিল ভারতের বিরুদ্ধে টেস্টে কিউয়িদের এক ইনিংসে সর্বনিম্ন স্কোর। শনিবার যে রেকর্ড ভেঙে গেল।


ভারতের হয়ে বল হাতে ভেল্কি দেখালেন পেসার মহম্মদ সিরাজ ও অফস্পিনার আর অশ্বিন। সিরাজ নিলেন তিন উইকেট। যার মধ্যে দুরন্ত অফকাটারে রস টেলরের স্টাম্প ভেঙে দিলেন। যে ডেলিভারিকে অনেকে ম্যাচের সেরা বলছেন। বল মিডল স্টাম্পে পড়ে চকিতে ব্যাটারকে হার মানায়। চোটের জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি। দ্বিতীয় টেস্টে দলে ফিরেই স্বমহিমায় হায়দরাবাদের পেসার।


আরও পড়ুন: টেস্ট ক্রিকেটের দুর্দান্ত বিজ্ঞাপন, আজাজের কীর্তিতে উচ্ছ্বসিত ৯ বছর আগে ভারতের ঘাতক


অন্যদিকে অশ্বিনও ছিলেন দুরন্ত ফর্মে। ৮ ওভারে মাত্র ৮ রান খরচ করে ৪ উইকেট নিলেন। অক্ষর পটেল দুটি ও পাঁচ বছর পরে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানো জয়ন্ত যাদব এক উইকেট নেন। একমাত্র টম ল্যাথাম (১০) ও কাইল জেমিসন (১৭) ছাড়া কিউয়ি ব্যাটারদের আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।