নয়াদিল্লি: ফিটনেস এবং পরিশ্রম করার ক্ষমতা ধরে রাখতে পারলে ভারতের হয়ে আরও ১০ বছর খেলতে চান অধিনায়ক বিরাট কোহলি। দু মাস পরেই ২৯ বছর বয়স হয়ে যাবে বিরাটের। তবে আরও এক দশক আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে দেখতে চাইছেন চাইছেন ভারতের অধিনায়ক। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমরা অনেকেই ঠিকমতো জানি না, ঠিক কতদূর পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। অনেক সময় অজান্তেই আমরা নিজেদের দক্ষতার ৭০ শতাংশ প্রয়োগ করতে পারি। তাই ফুরিয়ে না যাওয়া পর্যন্ত প্রত্যেকেরই চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। আমি এখন যেভাবে অনুশীলন করি, তাতে আশা করি আরও ১০ বছর খেলতে পারব।’

শ্রীলঙ্কার মাটিতে বিরাটের নেতৃত্বে ঐতিহাসিক সাফল্য পেয়েছে ভারতীয় দল। এই সফরে তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টি-২০ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে ভারত। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সংক্ষিপ্ত ওভারের সিরিজ খেলবে ভারত। এই সিরিজেও সাফল্য ধরে রাখাই বিরাটের লক্ষ্য।