সিলেট: ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্তভাবে ৩-০ ব্য়বধানে সদ্যই ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে হরমনপ্রীত কৌরদের বিশ্রামের তেমন সুযোগ নেই। শনিবার (১ অক্টোবর) থেকেই শুরু হতে চলেছে মহিলাদের এশিয়া কাপ (Women's Asia Cup 2022)। আর টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামতে চলেছে ভারতীয় দল (Indian Women's Cricket)। এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা (INDW vs SLW)। 


কোথায় হবে খেলা?


সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজিত হবে।


ভারত-শ্রীলঙ্কার ম্যাচ কবে?


১ অক্টোবর, শনিবার এই ম্যাচটি আয়োজিত হতে চলেছে।


কখন শুরু শ্রীলঙ্কা-পাকিস্তানের ম্যাচটি?


ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১টা নাগাদই ভারত-শ্রীলঙ্কার ম্যাচটি অনুষ্ঠিত হবে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ১২.৩০টা নাগাদ।


কোথায় দেখা যাবে ভারত-শ্রীলঙ্কার ম্যাচটি?


স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।


অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?


অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ভারত-শ্রীলঙ্কা এই ম্য়াচটি দেখতে পারবেন।


শেষ পাঁচ ম্যাচের ফলাফল


ভারত ও শ্রীলঙ্কার শেষ টি-টোয়েন্টি ম্যাচে দ্বীপরাষ্ট্র জয় পেলেও, বাকি চারটি ম্য়াচই জিতেছে টিম ইন্ডিয়া।


এশিয়া কাপের সূচি


কাল থেকে শুরু হয়ে ১১ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব। অক্টোবরের ১৩ এবং এশিয়া কাপের দুই সেমিফাইনাল আয়োজিত হবে। ১৫ তারিখে  অনুষ্ঠিত হবে ফাইনাল। বাংলাদেশে এ বারের মহিলাদের এশিয়া কাপের আসর বসছে। সিলেটের দুইটি মাঠে আয়োজিত হবে গোটা টুর্নামেন্ট। এই নিয়ে আট নম্বর বার আয়োজিত হতে চলেছে মহিলা এশিয়া কাপ। পুরুষদের মতো ভারতীয় মহিলারাও এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন। আটবারের মধ্যে ছয়বারই খেতাব জিতেছে ভারত। সাত নম্বর এশিয়া কাপ খেতাব জয়ের উদ্দেশ্যে হরমনপ্রীতরা এবারের টুর্নামেন্টে নামবে। 


পুরুষদের এশিয়া কাপের মতো মহিলাদের এবারের এশিয়া কাপও টি-টোয়েন্টি ফর্ম্যাটেই আয়োজিত হবে। সাতটি দল এবারের এশিয়া কাপে অংশগ্রহণ করতে চলেছে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার পাশাপাশি পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহিও এ বারের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবেই এবারে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে। 


আরও পড়ুন: 'নিয়মবিরুদ্ধ কিছু করিনি', মাঁকড়িং বিতর্ক ভুলে সামনের দিকে তাকাতে চান হরমনপ্রীত কৌর