মুম্বই: বুধবার, ৮ মার্চ বিশ্ব নারীদিবস। আর নারীদিবসের শুভেচ্ছাবার্তা জানালেন সচিন তেন্ডুলকর। তাঁর বার্তা জিতে নিয়েছে মন।

সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন, 'আমি সব সময় অনুভব করি যে, মহিলারা মা, বোন, স্ত্রী ও কন্যা - বিভিন্ন রূপে সব সময় জিতে এসেছে। আমি দেখেছি নারীর জীবন কী অপূর্ব।' পাশাপাশি 'বাইপান ভার দেবা' সিনেমার প্রচারও সারেন সচিন।


আজ আন্তর্জাতিক নারী দিবস ( International Women’s Day )। লিঙ্গ বৈষম্য দূর করে কাজের ক্ষেত্রে সমানাধিকার ও ভোটাধিকারের দাবিতে পশ্চিমি দুনিয়ায় যে আন্দোলন শুরু হয়েছিল, সেখানেই নিহিত নারীদিবস উদযাপনের শিকড়। বিশেষ এই দিন আজ আরও পাঁচটা উৎসবের মতোই শুভেচ্ছা বিনিময়, কার্ড আদান-প্রদানের দিন। নারীশক্তির জন্য নিবেদিত বিশেষ এই দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। দেশের নারীশক্তিকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ( Narendra Modi ) । 



 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ' আন্তর্জাতিক নারী দিবসে, আমাদের নারী শক্তির সাফল্যকে কুর্নিশ জানাই। আমরা ভারতের অগ্রগতিতে নারীদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দিই। আমাদের সরকার নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাবে।' সেই সঙ্গে প্রধানমন্ত্রী পোস্ট করেছেন একটি ভিডিও। ভিডিওটিতে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর। 'নারী তু নারায়ণী'র প্রতি শ্রদ্ধা । 


এই বছর, আন্তর্জাতিক নারী দিবসের থিম সাম্যের বন্ধন বা #EmbraceEquity। আন্তর্জাতিক নারী দিবসের ওয়েবসাইটে বলা হয়েছে, "সাম্য শুধুমাত্র একটি সুন্দর  ভাবনা তাই নয়, এটি একটি অতি আবশ্যক জিনিস। লিঙ্গ সমতার ভাবনাটি সমাজের ডিএনএ-তে ঢুকে যাওয়া দরকার ।  ইক্যুইটি এবং ইক্যুয়ালিটি (  Equity and Equality ) র মধ্যে পার্থক্য বোঝা কঠিন। 'কেন সমান সুযোগটুকুই যথেষ্ট নয়' এই বিষয়টি নিয়ে সারা বিশ্বজুড়ে আলোচনা হোক এটাই IWD 2023 #EmbraceEquity ক্যাম্পেনের মূল লক্ষ্য।"


নারীদিবস এখন আর শুধুমাত্র কাজের ক্ষেত্রে সমানাধিকার ও ভোটাধিকারের দাবিতে সীমাবদ্ধ নেই। মহিলারা সামাজিক ক্ষেত্রে অনেক এগিয়েছে। পেশাগত ক্ষেত্রেও এখন কোথাও পিছিয়ে নেই নারীরা। কিন্তু সমান অধিকারের ক্ষেত্রে প্রশ্নচিহ্ন রয়েছে এখনও। তাই দরকার সাম্যের অধিকারের স্লোগান আজকের দিনেও সমান গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

অধিকার নিয়ে লড়াই তো থাকবেই। এরই মধ্যে আজকের দিনটি হয়ে উঠেছে ভালবাসা, বিশ্বাস, শুভেচ্ছা আদান-প্রদানের দিন। তাই নারী দিবসে ভালবাসার উপহার নিয়ে এগিয়ে আসছেন পুরুষ বন্ধুরাও।                                          


আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালস মহিলা দলের ম্যাচ দেখতে মাঠে হাজির 'মহারাজ'