U-19 Women’s WC: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কালা চশমা গানের তালে মাঠেই নাচলেন ভারতীয় ক্রিকেটারেরা
Kala Chasma: ঐতিহাসিক মুহূর্তে উৎসবে মাতোয়ারা ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলও। শেফালি বর্মা, তিতাস সাধুদের সেলিব্রেশনে উঠে এল বিখ্যাত কালা চশমা গান।
পচেস্ট্রুম: ইতিহাসে নাম তুলেছেন ভারতের মেয়েরা। এবারই প্রথম অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করেছিল আইসিসি (ICC)। আর ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ মহিলাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ (Under 19 Womens World Cup) ঘরে তুলেছে ভারত।
ঐতিহাসিক মুহূর্তে উৎসবে মাতোয়ারা ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলও। শেফালি বর্মা, তিতাস সাধুদের সেলিব্রেশনে উঠে এল বিখ্যাত কালা চশমা (Kala Chasma) গান।
ইদানীং বিভিন্ন খেলায় জয়ের পর কালা চশমা গানের সঙ্গে নেচে সেলিব্রেশন যেন নিয়মে পরিণত হয়েছে। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলও বাদ গেল না। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর মাঠেই কালা চশমা গানের তালে নাচলেন ভারতীয় মহিলা ক্রিকেটারেরা। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি সেই ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। মুহূর্তে তা ভাইরাল হয়।
View this post on Instagram
ম্যাচের শুরুতেই ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৮ রানে অল আউট হয়ে যায় ইংল্য়ান্ডের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল। জবাবে ব্য়াট করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শেফালি ব্রিগেড।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের ক্যাপ্টেন শেফালি বর্মা। নিজের জন্মদিনের উপহার হিসেবে বিশ্বকাপ জিততে চেয়েছিলেন। সেই স্বপ্নপূরণ করলেন তিনি। এদিন শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে নাকানিচোবানি খেতে হয় ইংরেজ ব্য়াটারদের। তিতাস সাধু সবচেয়ে সফল বোলার ভারতের। তিনি ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে ২ উইকেট নেন। অর্চনা দেবী ও পার্শ্বভী চোপড়াও ২টো করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মন্নত কাশ্যপ, শেফালি ও সোনম যাদব। ১৭.১ ওভারেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড।
এরপর ব্যাট করতে নেমে ভারতের ২ ওপেনার বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। শেফালি ভাল শুরু করলেও ১৫ রান করে ফিরে যান। ৫ রান করেন শ্বেতা শেহরাওয়াত। তবে সৌম্যা তিওয়ারি ও গঙ্গাদি তৃষা ২ জনেই ব্যক্তিগত ২৪ রান করে দলের জয় নিশ্চিত করে দেন। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিতাস সাধু।
এবারই প্রথমবার আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর প্রথমবারেই বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। ২০০৭ সালে পুরুষদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারত। সেটিও দক্ষিণ আফ্রিকার মাটিতেই আয়োজিত হয়েছিল।
আরও পড়ুন: বর্ধমানে ক্রিস গেল! বাংলায় বললেন 'নমস্কার', বেছে নিলেন ওয়ান ডে বিশ্বকাপের ফেভারিট দল