World Archery Championships: বার্লিনে ইতিহাস ১৭ বছরের অদিতির, বিশ্ব তিরন্দাজিতে সোনা ওজাসেরও
Archery News: তিরন্দাজিতে ভারতের সোনার দিন। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে শনিবার জোড়া সোনা এল ভারতের সাফল্যের ঝুলিতে।
বার্লিন: তিরন্দাজিতে ভারতের সোনার দিন। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে শনিবার জোড়া সোনা এল ভারতের সাফল্যের ঝুলিতে। মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে সোনা জিতলেন অদিতি গোপীচন্দ স্বামী (Aditi Swami)। পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে সোনা জিতলেন ওজাস প্রবীণ ডেওটেল (Ojas Deotale)। প্রতিযোগিতা থেকে ৪টি পদক এল ভারতের ঝুলিতে। তিনটি সোনার পদক। একটি ব্রোঞ্জ। সবকটি পদকই জিতেছেন কম্পাউন্ড তিরন্দাজরা।
বিশ্বরেকর্ড গড়লেন অদিতি। ১৭ বছর বয়স তাঁর। ফাইনালে শনিবার মেক্সিকোর আন্দ্রেয়া বেকেরাকে ১৪৯-১৪৭ পয়েন্টে হারালেন অদিতি। সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সবচেয়ে কম বয়সে ব্যক্তিগত বিভাগে সোনা জেতার নজির গড়লেন অদিতি।
তার আগে বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে দলগত বিভাগেও সাফল্য পেয়েছিলেন ভারতের মেয়েরা। প্রথমবার ভারতীয় মহিলা কম্পাউন্ড দল সোনা জিতল এই টুর্নামেন্টে। এই দলে আছেন ভারতের তিন মহিলা তিরন্দাজ। তাঁরা হলেন পরণীত কৌর, জ্যোতি সুরেখা ভেন্নাম ও অদিতি স্বামী। শীর্ষস্থান দখলের লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে টুর্নামেন্টে সোনা জিতেছেন ভারতের মেয়েরা। এদিন খেলা শুরুর পর থেকেই অসম্ভব দৃঢ়তা দেখা যায় ভারতের তিরন্দাজদের। প্রথম থেকেই মেক্সিকোর ওপর চাপ তৈরি করছিল ভারতের মেয়েরা। শেষ পর্যন্ত এই লড়াইয়ে ২৩৫-২২৯ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে শীর্ষস্থান দখল করে ভারত।
NEWS. Aditi Gopichand Swami becomes youngest-ever world champion.
— World Archery (@worldarchery) August 5, 2023
https://t.co/x0IeHM2nE6#WorldArchery #archery
Ojas Pravin Deotale puts india on TOP 🥇
— World Archery (@worldarchery) August 5, 2023
He is the new world champion in Berlin.#WorldArchery pic.twitter.com/ea3Y7sbaso
১৯৮১ সালে প্রথমবার বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে খেলতে নামবে ভারত। এরপর থেকে সোনা কোনওবার জিততে পারেনি। এই প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নের তকমা পেল ভারতীয় মহিলা তিরন্দাজি দল। উল্লেখ্য, এই যাত্রাপথ খুব একটা সহজ ছিল না ভারতের জন্য। প্রথম রাউন্ডে তারা বাই পেয়েছিল। এরপর প্রি কোয়ার্টার ফাইনালে তুরস্ককে হারায় ভারত। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় তারা। ২২৮-২২৬ ব্যবধানে জয় পায় ভারত। সেমিতে গতবারের চ্যাম্পিয়ন কলম্বিয়াকে ২২০-২১৬ ব্য়বধানে হারিয়ে মেক্সিকোর বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে নেমেছিলেন ভারতের মেয়েরা।