(Source: ECI/ABP News/ABP Majha)
Euro Cup 2020 Updates: আজ রাতেই ফ্রান্স বনাম জার্মানির মহারণ, কখন কোথায় দেখবেন ম্য়াচ
মঙ্গলবার বিশ্বের তামাম ফুটবলপ্রেমীদের কাছে মহারণের রাত। কারণ, ইউরো কাপে নামছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। প্রতিপক্ষ জার্মানি।
মিউনিখ: মঙ্গলবার বিশ্বের তামাম ফুটবলপ্রেমীদের কাছে মহারণের রাত। কারণ, ইউরো কাপে নামছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। প্রতিপক্ষ জার্মানি। যে ম্যাচ দেখার জন্য আজ রাত জাগবেন ফুটবলপ্রেমীরা। ইউরো কাপের চূড়ান্ত সূচি প্রকাশিত হওয়ার পর থেকেই এই ম্যাচের জন্যই অপেক্ষায় ছিলেন তাঁরা।
মঙ্গলবারই শুরু হল এফ গ্রুপের খেলা। এবারের 'গ্রুপ অব ডেথ' বলা হচ্ছে যাকে। জার্মানি, ফ্রান্স, পর্তুগাল এবং হাঙ্গেরি রয়েছে এই গ্রুপে। রাত সাড়ে ন'টায় গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল মুখোমুখি হয়েছিল হাঙ্গেরির। ঠিক এরপরেই বহু প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি ফ্রান্স ও জার্মানি। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ইউরো জয়ের হট ফেভারিট তকমা নিয়ে অভিযান শুরু করছে। অন্যদিকে ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মানও ইউরোপের অন্যতম শক্তিশালী দল। দিদিয়ের দেশঁ চাইবেন ফ্রান্সকে ইউরো দিতে। অন্যদিকে জোয়াকিম লো-র জার্মানির হয়ে এটাই শেষ টুর্নামেন্ট। তিনি চাইবেন জার্মানিকে তাঁর কোচিংয়ে শেষ ট্রফিটা দিতে। এখনও অবধি ৩৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে এই দুই দেশ। মুখোমুখি সাক্ষাতে এগিয়ে ফ্রান্স। তারা জিতেছে ১৪ বার এবং জার্মান জিতেছে ১০ বার।
চোট কাটিয়ে রিয়াল মাদ্রিদ তারকা করিম বেঞ্জেমা দলে ফেরায় প্রথম ম্যাচে সবাইকে পাচ্ছেন ফ্রান্সের কোচ দেশঁ। আক্রমণভাগে কিলিয়ান এমবাপের সঙ্গে আঁতোয়া গ্রিজমান তো আছেনই। প্রথম খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ ও ইউরো জয়ের ইতিহাস গড়ার অপেক্ষায় থাকা দেশঁ সোমবার সাংবাদিক সম্মেলনে জানান, তাঁর দলের রক্ষণকে চিন্তার ফেলার মতো আক্রমণভাগ জার্মানির আছে। তিনি বলেন, 'প্রত্যেক পজিশনের জন্য ভাল মানের খেলোয়াড় রয়েছে জার্মানির। ওদের এমন কিছু খেলোয়াড় আছে যারা বিভিন্ন পজিশনে খেলতে পারে, মানিয়ে নিতে পারে। এই ধরনের খেলোয়াড়দের বিপক্ষে খেলা কঠিন।'
মঙ্গলবার ভারতীয় সময় রাত ১২.৩০ এ শুরু হবে ফ্রান্স বনাম জার্মানি ম্যাচ। খেলা দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।