সাও পাওলো: লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেল ব্রাজিল (brazil)। গত মাসে কলম্বিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই হারতে হয়েছিল। এবার সেই কলম্বিয়ার বিরুদ্ধেই জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলেন নেমাররা (neymer)। এই জয়ের ফলে ১২ ম্যাচে ১১টি জয় ও ১টি ড্র সহকারে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ব্রাজিল। উরুগুয়ের থেকেও ১৯ পয়েন্টে এগিয়ে তারা।


এদিন ম্যাচের শুরু থেকেই প্রত্যাশামতোই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিল তিতের ছেলেরা। ম্যাচে প্রথম উল্লেখযোগ্য সুযোগ যদিও তৈরি করে কলম্বিয়া। সপ্তম মিনিটে আচমকা অনেক দূর থেকে শট নেন উইলমার বারিওস। বুলেট গতিতে বল ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। এরপর আর কোনও সুযোগ তৈরি করতে পারেনি কলম্বিয়া।


ম্যাচে প্রথম থেকে সেই অর্থে সাম্বা ঝলক দেখতে পাওয়া যায়নি। কিন্তু কোচ তিতের একটা ছক বদলেই ম্যাচে ফেরে ব্রাজিল।  তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফ্রেডকে তুলে নিয়ে রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে নামান। ম্যাচের প্রথমার্ধে আর কোনও দল গোল করতে না পারলেও, দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেন লুকাস পাকুয়েতা। ব্রাজিলের হয়ে এই জয়সূচক গোলটি করেন তিনি। চিলি ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা ও ইকুয়েডর। আর্জেন্টিনার ১১ ম্যাচে ২৫ পয়েন্ট। ইকুয়েডরের ১৩ ম্যাচে ২০ পয়েন্ট। লাতিন আমেরিকার গ্রুপ থেকে প্রথম চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। 


ম্যাচের পর পাকুয়েতা বলেন, 'অসাধারণ পরিশ্রমের ফল এটা। খুশিতে কেঁদে ফেলেছিলাম। কারণ এই মুহূর্তটা দেখতে চেয়েছিলাম ভীষণভাবে।' এর আগে কাতার বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে জার্মানি ও ডেনমার্ক। আয়োজক দেশ হিসেবে কাতার সরাসরি বিশ্বকাপের মূলপর্বে অংশ নেবে। 


আরও পড়ুন: নতুন কোচ, নতুন দল, নতুন লক্ষ্য, ২১ নভেম্বর আইএসএল শুরু লাল হলুদের