Athletics: তৈরি হচ্ছে ইতিহাস, ঝুলন গোস্বামী, সোল ক্যাম্বেলদের উপস্থিতিতে কলকাতায় আয়োজিত হবে ঐতিহাসিক দৌড়
World Athletics Gold Label 25K: ঝুলন গোস্বামী, সোল ক্যাম্বেলরা শুধু রেড রোড থেকে শুরু হওয়া এই দৌড়ে প্রতিযোগীদের উৎসাহই দেবেন না, তাঁদের পাশাপাশি দৌড়াবেনও।
কলকাতা: আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা। রবিবারই, বিশ্বের প্রথম বিশ্বের প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স গোল্ড লেবেল রেস আয়োজিত হতে চলেছে। আইকনিক রেড রোড থেকে শুরু ববে এই দৌড়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা রানারদের উৎসাহ বাড়াতে এই দৌড়ে উপস্থিত থাকবেন একগুচ্ছ তারকা। ক্রীড়াজগতের দুই কিংবদন্তি ঝুলন গোস্বামী, সোল ক্যাম্বেল যেমন উপস্থিত থাকবেন, তেমনই থাকবেন চলচ্চিত্র জগতের উজ্জল নক্ষত্র কৌশানী মুখোপাধ্যায়ও।
নবম বছরে উপনীত এই দৌড়ের জন্য প্রতিযোগীদের উৎসাহ চোখে পড়ার মতো। ১০ হাজার মিটার দৌড়ের সর্বোচ্চ প্রতিযোগী সংখ্যা পরিপূর্ণ। তবে ২৫ হাজার, আনন্দ রান, সিনিয়র সিটিজেন রান এবং চ্যাম্পিয়ন উইথ ডিসঅ্যাবিলিটির (বিশেষভাবে সক্ষমদের দৌড়) জন্য প্রতিযোগীরা এখনও নাম লেখাচ্ছেন।
কিংবদন্তি ঝুলন গোস্বামী এই প্রসঙ্গে বলেন,'টাটা স্টিল ২৫-কে কলকাতা বিশ্বের প্রথম ২৫-কে গোল্ড লেবেলের তকমা পাওয়াটা সত্যিই অত্যন্ত আনন্দের। আমি এই দৌড় ঘিরে এত আগ্রহ, বিভিন্ন বিভাগে এত প্রতিযোগীদের অংশগ্রহণ করার জন্য নাম দাখিলের তাড়াহুড়ো দেখে একটুও অবাক হচ্ছি না। আপনারা যাঁরা ফিটনেসে আগ্রহী, তাঁদের সকলকে পরিবার, বন্ধু, বান্ধবদের সঙ্গে এই দৌড়ের জন্য নাম দাখিল করে আমার পাশাপাশি রেস ডে দৌড়ানোর জন্য ডাক দিচ্ছি।'
এই দৌড়ে বিভিন্ন বিভাগে জয়ীদের তো বটেই, অংশগ্রহণকারীদের জন্যও থাকছে বিশেষ পুরস্কার। ২৫ হাজার মিটারের দৌড় সম্পূর্ণ করা সকলের জন্য 'মেডেল অফ স্টিল' দিয়ে তাঁদের উদ্যমকে সম্মান জানানো হবে। এছাড়া বাকি বিভাগে অংশগ্রহণকারী সকলেই যাঁরা দৌড়ে অংশ নেবেন তাঁদের জন্য পদকের পাশাপাশি এক বিশেষ সার্টিফিকেটও থাকছে।
এই দৌড়ের মধ্যেই আবার বিজয় দিবসও পড়ে যাচ্ছে। সেই উদ্দেশ্যে বিজয় দিবস ট্রফিও হবে। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মোট ৩০ টি দল এই ট্রফির জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতি দলেই থাকবেন তিনজন করে সদস্য। এছাড়া পুলিশ কাপও আয়োজিত হবে যেখানে ৭৫টি পুরুষ ও ২৫টি মহিলা দল ১০ কিমি দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিন সদস্যের দলগুলির তিনজনের মোট সময় মিলিয়েই এই ট্রফি বিজেতা নির্ধারিত করা হবে।
আরও পড়ুন: কলকাতা ডার্বিতে লড়াই জুগিয়েছে আত্মবিশ্বাস, নর্থইস্টকে হারিয়ে মরশুমের প্রথম জয় পাবে ইস্টবেঙ্গল?