এক্সপ্লোর
Advertisement
প্রয়াত বিশ্বের প্রবীণতম ক্রিকেটার
জোহানেসবার্গ: প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম ক্রিকেটার লিন্ডসে টাকেট। দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটারের বয়স হয়েছিল ৯৭। সোমবার সকালে ব্লুমফন্টেনে তাঁর মৃত্যু হয়েছে। টাকেটের প্রয়াণের পর এখন বিশ্বের প্রবীণতম ক্রিকেটারের তকমা পাচ্ছেন দক্ষিণ আফ্রিকারই ৯৩ বছর বয়সি জনি ওয়াটকিন্স।
প্রয়াত টাকেট দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের অন্যতম স্তম্ভ ছিলেন। তিনি ১৯৪৭ থেকে ১৯৪৯ পর্যন্ত ৯টি টেস্ট খেলেছিলেন। ট্রেন্টব্রিজে তাঁর টেস্ট অভিষেক হয়। প্রথম ইনিংসে ৩৭ ওভার বল করে ৬৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। টেস্টে মোট উইকেট সংখ্যা ১৯। তার মধ্যে দু বার পাঁচ উইকেট নিয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে টাকেটের আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘায়িত হয়নি। তাঁর যখন মাত্র ২০ বছর বয়স, তখন শুরু হয় যুদ্ধ। এর ফলে জীবনের সেরা সময়েই খেলতে পারেননি। তবে যেটুকু সময় টেস্ট খেলেছেন, তাতেই মনে রাখার মতো অনেক মুহূর্ত উপহার দিয়েছেন টাকেট।
প্রবীণতম ক্রিকেটারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ হারুন লর্গ্যাট।
#CSAnews CSA pays tribute to Lindsay Tuckett https://t.co/Z2gU82fYp5 pic.twitter.com/hg50YdvyyF
— Cricket South Africa (@OfficialCSA) September 5, 2016
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement