WPL 2024: উইমেন্স প্রিমিয়ার লিগের সবচেয়ে হাড্ডাহাড্ডি ম্য়াচ, আজ ২২ গজে হরমনপ্রীত বনাম স্মৃতি ডুয়েল
Royal Challengers Bangalore vs Mumbai Indians: একটি করে ম্য়াচ হেরেছে দু দলই। পয়েন্ট এক হলেও রান রেটের বিচারে এগিয়ে থাকায় আরসিবি এগিয়ে রয়েছেন পয়েন্ট টেবিলে।
বেঙ্গালুরু: উইমেন্স প্রিমিয়ার লিগে আজ সবচেয়ে হাইভোল্টেজ ম্য়াচ। মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ২২ গজে আজ স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) বনাম হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ডুয়েল। দুটো দলই তিনটি করে ম্য়াচ এখনও পর্যন্ত খেলেছে। একটি করে ম্য়াচ হেরেছে দু দলই। পয়েন্ট এক হলেও রান রেটের বিচারে এগিয়ে থাকায় আরসিবি এগিয়ে রয়েছেন পয়েন্ট টেবিলে।
কাদের ম্যাচ?
উইমেন্স প্রিমিয়ার লিগে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচ
কোথায় খেলা?
ম্য়াচটি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে
কখন শুরু?
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে, তার ৩০ মিনিট আগে টস হবে
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে নেটওয়ার্ক ১৮ চ্যানেলে
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্য়াপে খেলা দেখুন
এবারের মরশুমে প্রথম দুটো ম্য়াচে জিতে অভিযান শুরু করেছিল আরসিবি। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারতে হয় স্মৃতি মন্ধানার দলকে। বেঙ্গালোর শিবিরের প্লাস পয়েন্ট রিচা ঘোষের ফর্ম। শুরুতে স্মৃতি ওপেনিংয়ে পাওয়ার প্লে-কে দারুণভাবে কাজে লাগিয়ে বোর্ডে দ্রুত রান তুলে দেওয়ার কাজ করছেন। অন্য়দিকে রিচা মিডল অর্ডারে ঝড়ের গতিতে রান তুলেছেন। প্রথম ম্য়াচেই ঝোড়ো অর্ধশতরান হাঁকিয়েছিলেন বাংলার মহিলা উইকেট কিপার ব্যাটার। বোলিং অর্ডারে রয়েছেন শ্রেয়ঙ্কা পাটিল, আশা শোভানার মত উঠতি তারকারা। শোভানা প্রথম ম্য়াচেই বল হাতে নজর কেড়েছেন। এছাড়া এলিসা পেরি ও সোফি ডিভাইনের মত বিদেশিরা তো রয়েইছেন।
অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল প্রথম ম্য়াচে। সেই ম্য়াচে শেষ বলে পাঁচ রান দরকার ছিল। কিন্তু সজানার ছক্কা দলকে জেতাতে সাহায্য করে। গতবারের চ্যাম্পিয়ন তকমা রয়েছে দলের। ব্যাটিং বিভাগে নেতৃত্ব দিচ্ছেন হরমনপ্রীত নিজেই। অন্যদিকে বল হাতে গত তিন ম্য়াচেই ভাল পারফর্ম করেছেন এমিলিয়া কের।
গতকাল গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ইউপি ওয়ারিয়র্স। প্রথমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান বোর্ডে তুলে নেয় গুজরাত শিবির। জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম থেকেই দ্রুতগতির রান তুলে নেয় ইউপি ওয়ারিয়র্স। ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় এলিসা হিলির দল।