Sania Mirza: তোমাদের সাহায্য করার জন্য আমি সব সময় আছি, আরসিবি ক্রিকেটারদের উৎসাহ সানিয়ার
RCB News: ক্রিকেটারদের উৎসাহ দিতে আসরে নামলেন টেনিস সুন্দরী।
মুম্বই: ক্রিকেটারদের উৎসাহ দিতে আসরে নামলেন টেনিস সুন্দরী।
ভারতীয় টেনিসের কিংবদন্তি সানিয়া মির্জা (Sania Mirza) এবার বাইশ গজের জগতে। মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে যুক্ত হয়েছেন সানিয়া মির্জা। তিনি এখন আরসিবি-র মেন্টর হিসেবে কাজ করবেন। মহিলা প্রিমিয়ার লিগ শুরুর একদিন আগে সানিয়া মির্জা আরসিবি শিবিরে যোগ দিয়েছিলেন। তিনি ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের ক্লাস নেন।
সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) সোশ্যাল মিডিয়ায় সানিয়া মির্জার একটি ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে সানিয়া বলেছেন, ‘কয়েকদিন আগে আমি টেনিস থেকে অবসর নিয়েছি এবং এখন আমার লক্ষ্য দেশের মহিলাদের খেলাধুলোর জন্য কাজ করা। তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করা। যদি কেউ কিছু বলতে চায়, আমি সব সময় আছি। আমি আমার নম্বরও সকলকে দিয়ে দেব, আমি এখানে না থাকলে আমরা চ্যাট করতে পারি। আমি এখানে তোমাদের বন্ধু হিসেবে আছি।'
নিউজিল্যান্ডের সোফি ডিভাইন সানিয়াকে প্রশ্ন করেছিলেন, অবসরের সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন। সানিয়া মির্জা বলেন, ‘আমি প্রস্তুত ছিলাম। আমারও একটি ছেলে আছে এবং গত এক বছর কঠিন ছিল। আমার ৩টি অস্ত্রোপচার হয়েছে।’ দলের সঙ্গে দেখা করার পরে সানিয়া অনুশীলন সেশনে অংশ নেন। ভারতের টেনিস তারকা সানিয়া কিছুদিন আগে দুবাইতে তাঁর ২০ বছরের কেরিয়ারে ইতি টেনেছেন।
Sania Mirza spent quality time with the RCB girls, giving them advice about handling pressure, shutting down the outside noise, and made it clear that they can come to her anytime for help! We’re lucky to have you with us, @MirzaSania. 🙌#PlayBold #SheIsBold #WPL2023 pic.twitter.com/WJjDLLBa7T
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 4, 2023
সহজ জয় মুম্বইয়ের
বল হাতে ডব্লিউপিএলের (WPL 2023) প্রথম ম্যাচে আগুন ঝরালেন বাংলার বাঁ-হাতি স্পিনার সাইকা ইশাক (Saika Ishaque)। তিনি চার উইকেট নিলেন। ব্যাট হাতে ৪৫ রানের ইনিংসের পর অ্যামেলিয়া কেরও দুই উইকেট নেন। স্পিনারদের দাপটেই ২০৮ রান তাড়া করতে নেমে মাত্র ৬৪ রানেই গুটিয়ে গেল গুজরাত জায়ান্টসের ইনিংস। ১৪৩ রানের বিরাট ব্যবধানে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। হাঁটুতে চোট পাওয়ার পর আর ব্যাট করতেই নামলেন না বেথ মুনি।
এদিন বড় রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় গুজরাত। প্রথম ওভারেই রান নিতে গিয়ে চোট পান গুজরাত অধিনায়ক বেথ মুনি। তিনি আর মাঠেই নামতে পারলেন না। শুধু তাই নয়, তিনে ব্যাট করতে নামা হরলীন দেওলও প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন। এরপর থেকে আর নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে গুজরাত। মেঘানা (২), অ্যাশলে গার্ডনার (০), অ্যানাবেল সাদারল্যান্ডের (৬) মতো তারকারা ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। গুজরাতের হয়ে একমাত্র দয়ালান হেমলতা ২৯ রানের লড়াকু ইনিংস খেলেন।
মুম্বইয়ের স্পিনজালে গুজরাতের মিডল অর্ডার কোনও সময়েই চাপ কাটিয়ে উঠতে পারেনি। ব্যাট হাতে ৪৫ রানের ইনিংস খেলার পর বল হাতেও জ্বলে উঠেন অ্যামেলিয়া। তিনি মাত্র ১২ রানের বিনিময়ে দুই উইকেট নেন। এছাড়া ন্যাট স্কিভার-ব্রান্টও দুই উইকেট নেন। ইসি ওয়ং একটি উইকেট পান।